Ajker Patrika

পেদ্রিকে ‘পার্থক্য গড়া’ ফুটবলার বললেন জাভি 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১: ৫৩
পেদ্রিকে ‘পার্থক্য গড়া’ ফুটবলার বললেন জাভি 

মনে রাখার মতো একটা ম্যাচই খেললেন পেদ্রি। বার্সেলোনার জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমে গোল করলেন, জিরোনার বিপক্ষে জিতল বার্সাও। বার্সার এই মিডফিল্ডারকে ‘পার্থক্য গড়া’ ফুটবলার বললেন জাভি হার্নান্দেজ।

মন্তিলভি স্টেডিয়ামে গতকাল লা-লিগায় মুখোমুখি হয় জিরোনা-বার্সেলোনা। প্রথমার্ধ ড্র হয় ০-০ গোলে। ৬১ মিনিটে গোলমুখ খোলেন পেদ্রি। জর্দি আলবার অ্যাসিস্টে খুব কাছে থেকে লক্ষ্যভেদ করেন পেদ্রি। এই মিডফিল্ডারের গোলেই জিরোনাকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। তাতে ৪৭ পয়েন্ট পেয়ে লা-লিগায় শীর্ষস্থান মজবুত করল বার্সা।

শততম ম্যাচে গোল করা পেদ্রিকে প্রশংসায় ভাসালেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘পেদ্রি পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়। সে ফাঁকা জায়গা খুঁজে আক্রমণ করতে পারে। ২০ বছর বয়সী অন্যতম একজন সেরা মিডফিল্ডারকে নিয়ে আমরা কথা বলছি।’

চলতি মৌসুমে পেদ্রি এখন পর্যন্ত খেলেছেন ২৬ ম্যাচ। বার্সার এই মিডফিল্ডার করেছেন ৬ গোল। সর্বশেষ ৪ ম্যাচে করেছেন ৩ গোল। যেখানে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গোল করেছিলেন এই মিডফিল্ডার।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত