ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি লামিনে ইয়ামাল অবশেষে করেই ফেলেছেন। ৬ বছর এই চুক্তিতে মোটা অঙ্কের টাকা পাচ্ছেন তিনি। যেখানে প্রত্যেক সপ্তাহেই পাচ্ছেন ৫ কোটি টাকার বেশি।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল রাতে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে বার্সেলোনা। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘বার্সেলোনা, লামিনে ইয়ামাল নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সমঝোতায় পৌঁছেছে। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি। ক্লাবের অফিসে গতকাল তিনি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা, সহসভাপতি রাফা ইউস্তে এবং ক্রীড়া পরিচালক অ্যান্ডারসন লুইস ডি সুজা ডেকোসহ আরও অনেকে ইয়ামালের নতুন চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।’
নতুন চুক্তিতে ইয়ামাল কত টাকা পাচ্ছেন, সে ব্যাপারে স্প্যানিশ সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। প্রত্যেক মৌসুমে তিনি ১ কোটি ২৫ লাখ পাউন্ড পাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৬ কোটি ৪৫ লাখ টাকা। বোনাসসহ সেটা হবে ২৮০ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহের হিসেব করলে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড পাবেন তিনি। যা ৫ কোটি ৩৬ লাখ টাকা।
The future is now. pic.twitter.com/VP2WQmbNHN
— FC Barcelona (@FCBarcelona) May 27, 2025
২০২৩ সালে বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পান ইয়ামাল। তখন থেকেই জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন তিনি। ক্লাবটি বলেছে, ‘লামিনে ইয়ামালের চুক্তি বাড়ানোর মাধ্যমে বার্সার বর্তমান প্রজেক্ট আরও এক ধাপ সামনে এগিয়ে গেল। ২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সার হয়ে তার অভিষেক হয়েছিল। তখন তার বয়স ছিল ১৫ বছর। বার্সেলোনার কাছে মাতারো এলাকা থেকে উঠে আসা একটি ছেলে পারফরম্যান্স দিয়ে বিশ্বমঞ্চে উঠে এসেছে। সেটা বার্সেলোনার ইতিহাসের অংশ হয়ে গিয়েছে।’ বার্সার সঙ্গে আগের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত।
বার্সেলোনার জার্সিতে দুই বছরে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে ১০৬ ম্যাচ খেলেছেন ইয়ামাল। ২৫ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৩৪ গোলে। বার্সার হয়ে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। যেখানে সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন। আর স্পেনের জার্সিতে গত বছর ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছেন এই ফুটবলার।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি লামিনে ইয়ামাল অবশেষে করেই ফেলেছেন। ৬ বছর এই চুক্তিতে মোটা অঙ্কের টাকা পাচ্ছেন তিনি। যেখানে প্রত্যেক সপ্তাহেই পাচ্ছেন ৫ কোটি টাকার বেশি।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল রাতে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে বার্সেলোনা। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘বার্সেলোনা, লামিনে ইয়ামাল নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সমঝোতায় পৌঁছেছে। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি। ক্লাবের অফিসে গতকাল তিনি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা, সহসভাপতি রাফা ইউস্তে এবং ক্রীড়া পরিচালক অ্যান্ডারসন লুইস ডি সুজা ডেকোসহ আরও অনেকে ইয়ামালের নতুন চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।’
নতুন চুক্তিতে ইয়ামাল কত টাকা পাচ্ছেন, সে ব্যাপারে স্প্যানিশ সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। প্রত্যেক মৌসুমে তিনি ১ কোটি ২৫ লাখ পাউন্ড পাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৬ কোটি ৪৫ লাখ টাকা। বোনাসসহ সেটা হবে ২৮০ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহের হিসেব করলে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড পাবেন তিনি। যা ৫ কোটি ৩৬ লাখ টাকা।
The future is now. pic.twitter.com/VP2WQmbNHN
— FC Barcelona (@FCBarcelona) May 27, 2025
২০২৩ সালে বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পান ইয়ামাল। তখন থেকেই জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন তিনি। ক্লাবটি বলেছে, ‘লামিনে ইয়ামালের চুক্তি বাড়ানোর মাধ্যমে বার্সার বর্তমান প্রজেক্ট আরও এক ধাপ সামনে এগিয়ে গেল। ২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সার হয়ে তার অভিষেক হয়েছিল। তখন তার বয়স ছিল ১৫ বছর। বার্সেলোনার কাছে মাতারো এলাকা থেকে উঠে আসা একটি ছেলে পারফরম্যান্স দিয়ে বিশ্বমঞ্চে উঠে এসেছে। সেটা বার্সেলোনার ইতিহাসের অংশ হয়ে গিয়েছে।’ বার্সার সঙ্গে আগের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত।
বার্সেলোনার জার্সিতে দুই বছরে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে ১০৬ ম্যাচ খেলেছেন ইয়ামাল। ২৫ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৩৪ গোলে। বার্সার হয়ে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। যেখানে সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন। আর স্পেনের জার্সিতে গত বছর ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছেন এই ফুটবলার।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১৯ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে