২০২২ লিওনেল মেসির জন্য স্মরণীয় একটি বছরই বলতে হবে। পরম আরাধ্য ফুটবল বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলেন। একই সঙ্গে আর্জেন্টিনার ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। বছরটিকে মেসি তাই কখনো ভুলতে পারবেন না।
গতকাল পুরোনো বছরের শেষ দিনে ফেসবুকে নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে ২০২২ নিয়ে স্মৃতিচারণ করেছেন। ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়ে খুব খুশি তিনি। ২০২৩ সালের শুভেচ্ছা জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড লিখেছেন, ‘যে বছরটি শেষ হলো, আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে আমি ছুটছিলাম, অবশেষে তা সত্যি হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে। যারা সবসময় আমাকে সমর্থন করেছে এবং কখনোই আমাকে ছেড়ে যায়নি। প্যারিস, বার্সেলোনা এবং আরো অনেক শহর ও দেশ থেকে যে দেশে যেখানেই যাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। এই বছরটাও সবার জন্য চমৎকার হোক এবং ২০২৩ সালে সবাই সুখী থাকুক, এই শুভকামনা।’
২০২২ সালে ফিনালিসিমা, বিশ্বকাপ—দুটো শিরোপা জিতলেন মেসি। ওয়েম্বলিতে ইতালিকে ৩-০তে হারানোর ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছেন। আর কাতার বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে, যেখানে বিশ্বকাপ ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ভেঙেচুরে দিয়েছিলেন কিংবদন্তিদের রেকর্ড।
২০২২ লিওনেল মেসির জন্য স্মরণীয় একটি বছরই বলতে হবে। পরম আরাধ্য ফুটবল বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলেন। একই সঙ্গে আর্জেন্টিনার ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। বছরটিকে মেসি তাই কখনো ভুলতে পারবেন না।
গতকাল পুরোনো বছরের শেষ দিনে ফেসবুকে নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে ২০২২ নিয়ে স্মৃতিচারণ করেছেন। ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়ে খুব খুশি তিনি। ২০২৩ সালের শুভেচ্ছা জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড লিখেছেন, ‘যে বছরটি শেষ হলো, আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে আমি ছুটছিলাম, অবশেষে তা সত্যি হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে। যারা সবসময় আমাকে সমর্থন করেছে এবং কখনোই আমাকে ছেড়ে যায়নি। প্যারিস, বার্সেলোনা এবং আরো অনেক শহর ও দেশ থেকে যে দেশে যেখানেই যাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। এই বছরটাও সবার জন্য চমৎকার হোক এবং ২০২৩ সালে সবাই সুখী থাকুক, এই শুভকামনা।’
২০২২ সালে ফিনালিসিমা, বিশ্বকাপ—দুটো শিরোপা জিতলেন মেসি। ওয়েম্বলিতে ইতালিকে ৩-০তে হারানোর ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছেন। আর কাতার বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে, যেখানে বিশ্বকাপ ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ভেঙেচুরে দিয়েছিলেন কিংবদন্তিদের রেকর্ড।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৮ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৯ ঘণ্টা আগে