গোলপোস্টে আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী। তাঁর বীরত্বে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা। অসাধারণ পারফরম্যান্সে নায়ক হওয়ার পাশাপাশি বিতর্কেও কম যান না এমিলিয়ানো মার্তিনেজ। বিতর্কিত কাণ্ডে এবার শাস্তি পেলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য মার্তিনেজকে নিষিদ্ধ করল ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার দায়ে মার্তিনেজকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। জানা গেছে, দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে ৩২ বছর বয়সী গোলরক্ষককে।
প্রথমত, গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদ্যাপন করেন মার্তিনেজ। যেমনটা করেছিলেন ২০২২ বিশ্বকাপ জয়ের পর। এ রকম উদ্যাপনের জন্য ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছিল।
দ্বিতীয়ত, পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল। জনি জ্যাকসন নামের সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেজ তাঁকে লাঞ্চিত করেছেন। এ ঘটনায় তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচে মার্তিনেজকে পাবে না আলিবেসেলেস্তেরা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্তিনেজের শাস্তির খবর নিশ্চিত করে জানিয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়।
মার্তিনেজ আর্জেন্টিনার ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় ও ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিতর্কিত কাণ্ডও যেন তাঁর সাফল্যের পায়ে পা রেখে চলে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
গোলপোস্টে আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী। তাঁর বীরত্বে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা। অসাধারণ পারফরম্যান্সে নায়ক হওয়ার পাশাপাশি বিতর্কেও কম যান না এমিলিয়ানো মার্তিনেজ। বিতর্কিত কাণ্ডে এবার শাস্তি পেলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য মার্তিনেজকে নিষিদ্ধ করল ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার দায়ে মার্তিনেজকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। জানা গেছে, দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে ৩২ বছর বয়সী গোলরক্ষককে।
প্রথমত, গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদ্যাপন করেন মার্তিনেজ। যেমনটা করেছিলেন ২০২২ বিশ্বকাপ জয়ের পর। এ রকম উদ্যাপনের জন্য ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছিল।
দ্বিতীয়ত, পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল। জনি জ্যাকসন নামের সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেজ তাঁকে লাঞ্চিত করেছেন। এ ঘটনায় তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচে মার্তিনেজকে পাবে না আলিবেসেলেস্তেরা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্তিনেজের শাস্তির খবর নিশ্চিত করে জানিয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়।
মার্তিনেজ আর্জেন্টিনার ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় ও ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিতর্কিত কাণ্ডও যেন তাঁর সাফল্যের পায়ে পা রেখে চলে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে