Ajker Patrika

হেরে যাওয়া বাংলাদেশকে চাঙা করতে টিম হোটেলে বাফুফে সভাপতি

অনলাইন ডেস্ক
বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে দেখা করতে এসেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত
বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে দেখা করতে এসেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রীতি ম্যাচে গত রাতে মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ফুটবলাররাও হতাশ। তাদের মনের আকাশ থেকে হতাশার মেঘ সরাতে আজ টিম হোটেলে এসেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশের টিম হোটেলে তাবিথের আসা প্রসঙ্গে কথা বলেছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান। আমের বলেন, ‘সভাপতি খেলোয়াড়দের প্রেরণা দিতে টিম হোটেলে আসেন। শুধু বাংলাদেশ দল নয়, মালদ্বীপের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। খেলাধুলার স্পিরিট মূলত এটাই।’

এর আগে গতকাল কিংস অ্যারেনায় নতুন কমিটির কয়েকজন সদস্যসহ স্টেডিয়ামে খেলা দেখেন তাবিথ। বাফুফে সভাপতি আজ একাই টিম হোটেল ছিলেন প্রায় ঘণ্টা খানেক।

শনিবার কিংস অ্যারেনায় এই মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত