ম্যাচের আগের দৃশ্য। ন্যু ক্যাম্পের আশপাশে বার্সেলোনার রাস্তায় সাদা জার্সি পরে হাজারো মানুষের মিছিল। এমন দৃশ্যে পড়ন্ত বিকেলে থতমত খেয়েছে বার্সেলোনাবাসী। পরে রাতের আলোয় খেয়েছে ধাক্কা! বার্সার মাঠ ন্যু ক্যাম্পকে নিজেদের ‘হোম ভেন্যু’ বানিয়ে জয়টা যেন রীতিমতো ছিনিয়ে নিয়ে গেছেন আইনট্রাখট ফ্রাংকফুর্টের এই ৩০ হাজার দর্শক।
দর্শকেরা কীভাবে জয় ছিনিয়ে নেয়—প্রশ্নটা কি আসছে না? যদি এসে থাকে, তাহলে সেই উত্তরটা দেওয়া হবে একটু পরেই। এবার আসা যাক বার্সেলোনার সমর্থকদের দিকে। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগে ‘অধঃপতনের’ পর প্রথম লেগে ড্র করে পরের লেগে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা জয়কে যেন রীতিমতো অভ্যাসই বানিয়ে ফেলেছিল জাভি হার্নান্দেজের দল।
কোয়ার্টার ফাইনালে ফ্রাংকফুর্টের মাঠ থেকে ১-১ গোলে ড্রয়ের পর এবারও তাই হবে ভেবে বেশ রকম যেন নিশ্চিন্তেই ছিলেন বার্সা সমর্থকেরা। এমনকি অনেকে ইংল্যান্ডের টিকিটও কিনেছিলেন এই ভেবে যে সেমিফাইনালে লড়তে হবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। কেউ কেউ আবার বন্ধুত্বের নিদর্শন হিসেবে জার্মান অতিথিদের হাতে তুলে দিলেন ম্যাচের টিকিটও। কিন্তু কে জানত জার্মান লিগের মাঝারি মানের দল ফ্রাঙ্কফুর্টের কাছে নিজ মাঠে ৩-২ গোলে বিধ্বস্ত হবে বার্সা!
আবার ফিরে আসা যাক ফ্রাংকফুর্টের সমর্থকদের কাছে। কেন এই প্রসঙ্গ, সেটা বার্সা কোচ জাভির মুখ থেকেই শোনা যাক, ‘আমি কমপক্ষে ৭০-৮০ হাজার সমর্থক আশা করেছিলাম। কিন্তু এ রকম না। ক্লাব খতিয়ে দেখছে, কীভাবে এটা হলো।’ বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর কৌতূহল, ‘বার্সার মাঠে এত জার্মান সমর্থক কীভাবে এল তাতে আমি বিস্মিত!’
গতকাল রাতে সত্যিকার পার্থক্য গড়েছেন জার্মানির এই সমর্থকেরাই। নিজ মাঠে বার্সা ফুটবলাররা শুনলেন দুয়ো, ফ্রাংকফুর্টের ফুটবলাররা পেলেন ভিনদেশে ঘরের ছোঁয়া। নিজ সমর্থকদের সমর্থনে ৬৭ মিনিটের বার্সার জালে গুনে গুনে তিন গোল দিল ফ্রাংকফুর্ট। স্বাগতিক ডিফেন্ডার এরিক গার্সিয়ার উপহার দেওয়া পেনাল্টি থেকে প্রথম গোলটা ৪ মিনিটে।
টানা ১৫ ম্যাচে অপরাজিত বার্সা যখন চেষ্টা করছে জেগে ওঠার, তখন ৩৬ মিনিটে ফিলিপ কোস্টিচের পাস থেকে ব্যবধান বড় করেন রাফায়েল বোর। দ্বিতীয় গোলের জোগানদাতা কোস্টিচই শেষে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ৬৭ মিনিটের গোলে।
বার্সা যদিও জাগল, কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। ৮৪ মিনিটে সার্জিও বুস্কেটস ব্যবধান কমালেন ঠিকই, কিন্তু সেই গোল বাতিল করে দিয়েছে ভিএআর প্রযুক্তি। সেই বুস্কেটসেই অতিরিক্ত সময়ে একটা গোল শোধ দিলেন। দ্বিতীয় গোলটা এল শেষ বাঁশি বাজার একদম অন্তিম মুহূর্তের আগে, মেম্পিস ডেপাইয়ের পেনাল্টি গোল থেকে।
টানা জয় আর তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষ পেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন কি না বার্সা ফুটবলাররা, সেটা জানা যায়নি। নিজেদের সেরাটা দিতে পারেনি বলেই হেরেছে তাঁর দল, এমনটাই মন্তব্য কোচ জাভির। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, ভালো করতে পারিনি। এটা ভীষণ হতাশার। আমরা ভেবেছিলাম এই প্রতিযোগিতায় আমাদের সত্যি একটা আশা আছে। তবে ফ্রাংকফুর্টকে অভিনন্দন, তারা আসলেই এই জয়ের প্রাপ্য।’
ম্যাচের আগের দৃশ্য। ন্যু ক্যাম্পের আশপাশে বার্সেলোনার রাস্তায় সাদা জার্সি পরে হাজারো মানুষের মিছিল। এমন দৃশ্যে পড়ন্ত বিকেলে থতমত খেয়েছে বার্সেলোনাবাসী। পরে রাতের আলোয় খেয়েছে ধাক্কা! বার্সার মাঠ ন্যু ক্যাম্পকে নিজেদের ‘হোম ভেন্যু’ বানিয়ে জয়টা যেন রীতিমতো ছিনিয়ে নিয়ে গেছেন আইনট্রাখট ফ্রাংকফুর্টের এই ৩০ হাজার দর্শক।
দর্শকেরা কীভাবে জয় ছিনিয়ে নেয়—প্রশ্নটা কি আসছে না? যদি এসে থাকে, তাহলে সেই উত্তরটা দেওয়া হবে একটু পরেই। এবার আসা যাক বার্সেলোনার সমর্থকদের দিকে। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগে ‘অধঃপতনের’ পর প্রথম লেগে ড্র করে পরের লেগে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা জয়কে যেন রীতিমতো অভ্যাসই বানিয়ে ফেলেছিল জাভি হার্নান্দেজের দল।
কোয়ার্টার ফাইনালে ফ্রাংকফুর্টের মাঠ থেকে ১-১ গোলে ড্রয়ের পর এবারও তাই হবে ভেবে বেশ রকম যেন নিশ্চিন্তেই ছিলেন বার্সা সমর্থকেরা। এমনকি অনেকে ইংল্যান্ডের টিকিটও কিনেছিলেন এই ভেবে যে সেমিফাইনালে লড়তে হবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। কেউ কেউ আবার বন্ধুত্বের নিদর্শন হিসেবে জার্মান অতিথিদের হাতে তুলে দিলেন ম্যাচের টিকিটও। কিন্তু কে জানত জার্মান লিগের মাঝারি মানের দল ফ্রাঙ্কফুর্টের কাছে নিজ মাঠে ৩-২ গোলে বিধ্বস্ত হবে বার্সা!
আবার ফিরে আসা যাক ফ্রাংকফুর্টের সমর্থকদের কাছে। কেন এই প্রসঙ্গ, সেটা বার্সা কোচ জাভির মুখ থেকেই শোনা যাক, ‘আমি কমপক্ষে ৭০-৮০ হাজার সমর্থক আশা করেছিলাম। কিন্তু এ রকম না। ক্লাব খতিয়ে দেখছে, কীভাবে এটা হলো।’ বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর কৌতূহল, ‘বার্সার মাঠে এত জার্মান সমর্থক কীভাবে এল তাতে আমি বিস্মিত!’
গতকাল রাতে সত্যিকার পার্থক্য গড়েছেন জার্মানির এই সমর্থকেরাই। নিজ মাঠে বার্সা ফুটবলাররা শুনলেন দুয়ো, ফ্রাংকফুর্টের ফুটবলাররা পেলেন ভিনদেশে ঘরের ছোঁয়া। নিজ সমর্থকদের সমর্থনে ৬৭ মিনিটের বার্সার জালে গুনে গুনে তিন গোল দিল ফ্রাংকফুর্ট। স্বাগতিক ডিফেন্ডার এরিক গার্সিয়ার উপহার দেওয়া পেনাল্টি থেকে প্রথম গোলটা ৪ মিনিটে।
টানা ১৫ ম্যাচে অপরাজিত বার্সা যখন চেষ্টা করছে জেগে ওঠার, তখন ৩৬ মিনিটে ফিলিপ কোস্টিচের পাস থেকে ব্যবধান বড় করেন রাফায়েল বোর। দ্বিতীয় গোলের জোগানদাতা কোস্টিচই শেষে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ৬৭ মিনিটের গোলে।
বার্সা যদিও জাগল, কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। ৮৪ মিনিটে সার্জিও বুস্কেটস ব্যবধান কমালেন ঠিকই, কিন্তু সেই গোল বাতিল করে দিয়েছে ভিএআর প্রযুক্তি। সেই বুস্কেটসেই অতিরিক্ত সময়ে একটা গোল শোধ দিলেন। দ্বিতীয় গোলটা এল শেষ বাঁশি বাজার একদম অন্তিম মুহূর্তের আগে, মেম্পিস ডেপাইয়ের পেনাল্টি গোল থেকে।
টানা জয় আর তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষ পেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন কি না বার্সা ফুটবলাররা, সেটা জানা যায়নি। নিজেদের সেরাটা দিতে পারেনি বলেই হেরেছে তাঁর দল, এমনটাই মন্তব্য কোচ জাভির। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, ভালো করতে পারিনি। এটা ভীষণ হতাশার। আমরা ভেবেছিলাম এই প্রতিযোগিতায় আমাদের সত্যি একটা আশা আছে। তবে ফ্রাংকফুর্টকে অভিনন্দন, তারা আসলেই এই জয়ের প্রাপ্য।’
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৬ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৯ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে