ক্রীড়া ডেস্ক
১৮ বছর পূর্ণ হতে এখনো বাকি দুই মাসের বেশি সময়। তবে লামিনে ইয়ামালকে দেখে কি তা বোঝার উপায় আছে? প্রতিপক্ষকে যেভাবে বোকা বানিয়ে গোল করছেন, তাতে প্রশংসা কুড়োচ্ছেন অসংখ্য ফুটবলপ্রেমীর। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক রীতিমতো মুগ্ধ ইয়ামালের পারফরম্যান্স দেখে।
‘বার্সেলোনার বিস্ময়বালক’ তকমা ইয়ামাল অনেক আগেই পেয়ে গেছেন। ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে, ইউরো—চারটি মেজর শিরোপা জিতেছেন। প্রতিপক্ষের রক্ষণদুর্গ ভেদ করে গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন তিনি। এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে গত রাতে এল ক্লাসিকো জয়ের পর ইয়ামালকে নিয়ে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘সে (ইয়ামাল) বাচ্চা নয়। ভালো করছে সে। তার আত্মবিশ্বাস আছে। যেকোনো কিছু যে সে করতে পারবে, সেই বিশ্বাসটা তার আছে। সে অনেক বুদ্ধিমানও।’
এল ক্লাসিকোতে গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়াল ১৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায়। ১৯ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। ১৩ মিনিট পর বার্সা ফেরে সমতায়। ৩২ মিনিটে ফেরান তোরেসের পাস প্রথমে রিসিভ করেন ইয়ামাল। বাঁ পায়ে ইয়ামালের শটে এমন বাক খেয়েছে যে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া ডাইভ দিয়েও বল থামাতে পারেননি।
সমতাসূচক গোল করার পর ইয়ামাল প্রথমে এমবাপ্পের ভঙ্গিতে উদযাপন করেছেন। যেখানে এমবাপ্পে গোলের পর প্রায় সময়ই দুই হাত দুই পাশে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকেন। এমবাপ্পে ভঙ্গিতে উদযাপনের পর ইয়ামাল গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদযাপন করেছেন। ২-২ গোলে সমতায় ফেরার পর বার্সেলোনা শেষ পর্যন্ত এল ক্লাসিকো জিতেছে ৪-৩ ব্যবধানে। ইয়ামালকে নিয়ে ফ্লিক বলেন, ‘তার গোলেই আমরা ম্যাচে ফিরেছি। খুবই গুরুত্বপূর্ণ গোল। এই ১৭ বছর বয়সে এমনটা অনেক উচ্চতর গুণ। তার কাছ থেকে এমন কিছুই চাই।’
এল ক্লাসিকো জিতে বার্সেলোনা লা লিগায় এক হাত দিয়েই রেখেছে বলা যায়। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে এবারের লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৭০ ও ৬৪। সবাই ৩৫টি করে ম্যাচ খেলেছে। হাতে থাকা তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
মাঠে নামার আগেই অবশ্য ২০২৪-২৫ মৌসুমের লা লিগার শিরোপা জিততে পারে বার্সেলোনা। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ রিয়াল হারলে ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫ থাকবে। এরপর হাতে থাকা দুই ম্যাচ জিতলে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট হবে ৮১। যেখানে বার্সা এরই মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে বসে আছে। এবার চ্যাম্পিয়ন হলে লা লিগায় ২৮তম শিরোপা জিতবে বার্সা। সবশেষ লা লিগা ক্লাবটি জিতেছে ২০২২-২৩ মৌসুমে।
১৮ বছর পূর্ণ হতে এখনো বাকি দুই মাসের বেশি সময়। তবে লামিনে ইয়ামালকে দেখে কি তা বোঝার উপায় আছে? প্রতিপক্ষকে যেভাবে বোকা বানিয়ে গোল করছেন, তাতে প্রশংসা কুড়োচ্ছেন অসংখ্য ফুটবলপ্রেমীর। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক রীতিমতো মুগ্ধ ইয়ামালের পারফরম্যান্স দেখে।
‘বার্সেলোনার বিস্ময়বালক’ তকমা ইয়ামাল অনেক আগেই পেয়ে গেছেন। ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে, ইউরো—চারটি মেজর শিরোপা জিতেছেন। প্রতিপক্ষের রক্ষণদুর্গ ভেদ করে গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন তিনি। এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে গত রাতে এল ক্লাসিকো জয়ের পর ইয়ামালকে নিয়ে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘সে (ইয়ামাল) বাচ্চা নয়। ভালো করছে সে। তার আত্মবিশ্বাস আছে। যেকোনো কিছু যে সে করতে পারবে, সেই বিশ্বাসটা তার আছে। সে অনেক বুদ্ধিমানও।’
এল ক্লাসিকোতে গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়াল ১৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায়। ১৯ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। ১৩ মিনিট পর বার্সা ফেরে সমতায়। ৩২ মিনিটে ফেরান তোরেসের পাস প্রথমে রিসিভ করেন ইয়ামাল। বাঁ পায়ে ইয়ামালের শটে এমন বাক খেয়েছে যে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া ডাইভ দিয়েও বল থামাতে পারেননি।
সমতাসূচক গোল করার পর ইয়ামাল প্রথমে এমবাপ্পের ভঙ্গিতে উদযাপন করেছেন। যেখানে এমবাপ্পে গোলের পর প্রায় সময়ই দুই হাত দুই পাশে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকেন। এমবাপ্পে ভঙ্গিতে উদযাপনের পর ইয়ামাল গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদযাপন করেছেন। ২-২ গোলে সমতায় ফেরার পর বার্সেলোনা শেষ পর্যন্ত এল ক্লাসিকো জিতেছে ৪-৩ ব্যবধানে। ইয়ামালকে নিয়ে ফ্লিক বলেন, ‘তার গোলেই আমরা ম্যাচে ফিরেছি। খুবই গুরুত্বপূর্ণ গোল। এই ১৭ বছর বয়সে এমনটা অনেক উচ্চতর গুণ। তার কাছ থেকে এমন কিছুই চাই।’
এল ক্লাসিকো জিতে বার্সেলোনা লা লিগায় এক হাত দিয়েই রেখেছে বলা যায়। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে এবারের লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৭০ ও ৬৪। সবাই ৩৫টি করে ম্যাচ খেলেছে। হাতে থাকা তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
মাঠে নামার আগেই অবশ্য ২০২৪-২৫ মৌসুমের লা লিগার শিরোপা জিততে পারে বার্সেলোনা। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ রিয়াল হারলে ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫ থাকবে। এরপর হাতে থাকা দুই ম্যাচ জিতলে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট হবে ৮১। যেখানে বার্সা এরই মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে বসে আছে। এবার চ্যাম্পিয়ন হলে লা লিগায় ২৮তম শিরোপা জিতবে বার্সা। সবশেষ লা লিগা ক্লাবটি জিতেছে ২০২২-২৩ মৌসুমে।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৯ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১১ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১১ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে