বিয়ের সব প্রস্তুতি সেরেই রেখে ছিলেন ইংল্যান্ড ও লিভারপুল ফুটবলার অ্যান্ডি ক্যারোল। বিয়ের আগে দুবাই গিয়েছিলেন স্ট্যাগ (বিয়ের আগে দূরে কোথাও গিয়ে উদ্যাপন করা। যেখানে মূলত ছেলেরাই উপস্থিত থাকে) পালন করতে। কিন্তু কে জানত, সেই উদ্যাপনই বিপদ ডেকে আনবে ক্যারোলের জীবনে। এখন বিয়ে ভাঙার পথে সাবেক এই ফুটবলারের।
কদিন আগে দুবাইয়ে ঘুরতে যাওয়া ক্যারোলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়ে। যেখানে হোটেল কক্ষে অন্য এক নারীর সঙ্গে বিছানায় দেখা যায় ক্যারোলকে। মুহূর্তের মধ্যে এই ছবিকে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। হুমকিতে পড়ে দীর্ঘ দিনের প্রেমিকা বিলি মোকলোর সঙ্গে তাঁর বিয়েও।
পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে হোটেল কক্ষে দেখা যাওয়া টেলর জান উইলকিয়ে নামের নারীটি প্রকাশ্যে এসে দাবি করেন, একই বিছানায় দেখা গেলেও ক্যারোলের সঙ্গে তাঁর কোনো ধরনের যৌন সম্পর্ক হয়নি। বরং টানা ১৭ ঘণ্টা মদ্য পান করায় স্বাভাবিক অবস্থায় ছিলেন না ক্যারোল। টেইলর বলেন, ‘সত্যি কথা হচ্ছে, সে কোনো কিছু করার মতো অবস্থায় সে ছিল না। যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সে জন্য আমি দুঃখিত।’
এদিকে শুরুতে বাগ্দত্তা ক্যারোলকে ‘আহাম্মক’ দাবি করে বিয়ে না ভাঙার কথা বলেছিলেন মোকলো। তবে পরিস্থিতি এখন বদলে যাওয়ার পথে। ইতিমধ্যে ক্যারোলের ঘর ছেড়ে নিজের বাবা-মার সঙ্গে থাকতে শুরু করেছেন। সম্প্রতি বাগদানের সময় ক্যারোলের দেওয়া আংটি ছাড়া দেখা গেছে মোকলোকে।
প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ক্যারোল-মোকলো। তাঁদের তিনটি সন্তানও আছে। গত মাসের ২ তারিখ একটি ছবি পোস্টে করে বিলি জানান, ‘আর ৫ সপ্তাহ বাকি আছে! আমরা বিয়ে করতে যাচ্ছি’। এই মাসেই বিয়ে করার কথা ছিল তাঁদের। তবে মুহূর্তের এক ঝড়ে এলোমেলো হয়ে গেল সব।
বিয়ের সব প্রস্তুতি সেরেই রেখে ছিলেন ইংল্যান্ড ও লিভারপুল ফুটবলার অ্যান্ডি ক্যারোল। বিয়ের আগে দুবাই গিয়েছিলেন স্ট্যাগ (বিয়ের আগে দূরে কোথাও গিয়ে উদ্যাপন করা। যেখানে মূলত ছেলেরাই উপস্থিত থাকে) পালন করতে। কিন্তু কে জানত, সেই উদ্যাপনই বিপদ ডেকে আনবে ক্যারোলের জীবনে। এখন বিয়ে ভাঙার পথে সাবেক এই ফুটবলারের।
কদিন আগে দুবাইয়ে ঘুরতে যাওয়া ক্যারোলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়ে। যেখানে হোটেল কক্ষে অন্য এক নারীর সঙ্গে বিছানায় দেখা যায় ক্যারোলকে। মুহূর্তের মধ্যে এই ছবিকে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। হুমকিতে পড়ে দীর্ঘ দিনের প্রেমিকা বিলি মোকলোর সঙ্গে তাঁর বিয়েও।
পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে হোটেল কক্ষে দেখা যাওয়া টেলর জান উইলকিয়ে নামের নারীটি প্রকাশ্যে এসে দাবি করেন, একই বিছানায় দেখা গেলেও ক্যারোলের সঙ্গে তাঁর কোনো ধরনের যৌন সম্পর্ক হয়নি। বরং টানা ১৭ ঘণ্টা মদ্য পান করায় স্বাভাবিক অবস্থায় ছিলেন না ক্যারোল। টেইলর বলেন, ‘সত্যি কথা হচ্ছে, সে কোনো কিছু করার মতো অবস্থায় সে ছিল না। যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সে জন্য আমি দুঃখিত।’
এদিকে শুরুতে বাগ্দত্তা ক্যারোলকে ‘আহাম্মক’ দাবি করে বিয়ে না ভাঙার কথা বলেছিলেন মোকলো। তবে পরিস্থিতি এখন বদলে যাওয়ার পথে। ইতিমধ্যে ক্যারোলের ঘর ছেড়ে নিজের বাবা-মার সঙ্গে থাকতে শুরু করেছেন। সম্প্রতি বাগদানের সময় ক্যারোলের দেওয়া আংটি ছাড়া দেখা গেছে মোকলোকে।
প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ক্যারোল-মোকলো। তাঁদের তিনটি সন্তানও আছে। গত মাসের ২ তারিখ একটি ছবি পোস্টে করে বিলি জানান, ‘আর ৫ সপ্তাহ বাকি আছে! আমরা বিয়ে করতে যাচ্ছি’। এই মাসেই বিয়ে করার কথা ছিল তাঁদের। তবে মুহূর্তের এক ঝড়ে এলোমেলো হয়ে গেল সব।
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে