Ajker Patrika

পিছিয়ে গেল সাফ, তাহলে কবে হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৬: ৩৭
পিছিয়ে গেল ১৫তম সাফ। ছবি: সংগৃহীত
পিছিয়ে গেল ১৫তম সাফ। ছবি: সংগৃহীত

এ বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল সাফের ১৫তম আসর। তবে দক্ষিণ এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সময় পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়া সাফ হবে আগামী বছরে।

২০২৬ সালে সাফ হওয়ার কথা দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা (সাফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সাফ জানিয়েছে, হোম-অ্যাওয়ে ভিত্তিতে এ বছর হওয়ার কথা ছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সেই অনুযায়ী প্রস্তুতি চলছিল। তবে সাফের সদস্য ও বিপণন প্রতিষ্ঠান স্পোর্টফাইভ মনে করেছে, সুন্দরমতো টুর্নামেন্টটি চালাতে আরও কিছু আয়োজন করতে হবে। সাফের সদস্য ও অংশীদার কোম্পানিগুলো যাতে টুর্নামেন্ট আয়োজনের পর্যাপ্ত সময় পায়, সেকারণে সূচি বদলে ২০২৬ সালে নেওয়া হয়েছে।

২০২৬ সাফ কোন সময়ে হবে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশে হবে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর কথা চিন্তা করেই সাফের সূচি নিয়ে চিন্তাভাবনা চলছে। এমনকি ২০২৬ সাফের ভেন্যুও নির্ধারিত হয়নি।

সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের ব্যস্ত সূচি রয়েছে এ বছর। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে ৯ মে থেকে ১৮ মে হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এরপর ১ থেকে ১১ জুলাই বাংলাদেশে হবে নারী অনূর্ধ্ব-২০ সাফ। একই বছরের সেপ্টেম্বরে হবে মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ। আর অক্টোবরে হবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত