Ajker Patrika

প্রত্যাবর্তনে গোল করে এরিকসেন দেখালেন, খেলতে পারেন তিনি 

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ০৭
প্রত্যাবর্তনে গোল করে এরিকসেন দেখালেন, খেলতে পারেন তিনি 

একেই বোধ হয় স্বপ্নের প্রত্যাবর্তন বলে। মৃত্যুর দুয়ার থেকে ফেরত এসেছিলেন ক্রিস্টিয়ান এরিকেসেন। তিনি জাতীয় দলের জার্সিতে ফেরাটা গোল করে রাঙালেন। দল জিততে না পারলেও দুর্দান্ত একটি গোল করেছেন এরিকেসেন। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুবার ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের কাছে ৪-২ গোলে হেরেছে এরিকেসেনের ডেনমার্ক। 

গত ইউরোর মঞ্চে ফুটবল ভক্তদের মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন এরিকসেন। ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। অসুস্থ এরিকসেনের মাঠে ফেরার সম্ভাবনা কমে আসে ইন্টার মিলানের চুক্তি বাতিলে। তবে আবার সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি। গত জানুয়ারিতে ফ্রি এজেন্ট হওয়া এরিকসেনকে দলে ভেড়ায় ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ব্রেন্টফোর্ড। গত সপ্তাহে ডাক পান জাতীয় দলে। 

মাঠে ফিরে উচ্ছ্বসিত এরিকসেন বলেন, ‘আমি এটা দেখাতে উদ্‌গ্রীব ছিলাম যে, আমি এখনো খেলতে পারি। মনে হচ্ছে যেন আমি কখনো দলের বাইরে ছিলাম না। আমার জন্য এটি খুব বাজে সময় ছিল। গত ১০ বছরে জাতীয় দলের হয়ে প্রায় সব ম্যাচেই আমি ছিলাম।’ 

নেদারল্যান্ডসের স্টেডিয়ামে তাদের দর্শকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন এরিকসেন। তিনি বলেন, ‘আমাকে তারা স্বাগত জানিয়েছে। আমি এখানে অনেক দিন খেলেছি (আয়াক্সের হয়ে)। তাদের পরিচিত আমি। নিঃসন্দেহে তাদের উষ্ণ অভ্যর্থনা অসাধারণ লেগেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত