Ajker Patrika

সেই রিয়ালেই থামল শেরিফের রূপকথা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ০৩
সেই রিয়ালেই থামল শেরিফের রূপকথা

অচেনা এক দল শেরিফ তিরাসপোল চ্যাম্পিয়নস লিগে এসে চমকে দিয়েছিল সবাইকে। শাখতার দোনেৎস্কে হারানোর পর সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে হারিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদকে। এমনকি নকআউটে ওঠা নিয়ে দুশ্চিন্তায় ফেলে রিয়াল ও ইন্টারের মতো ইউরোপিয়ান পরাশক্তিদের। তবে গতকাল বুধবার রাতে রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ায় থেমে গেল শেরিফের রূপকথা। 

শেরিফের হারে গ্রুপ ‘ডি’ থেকে পরের পর্ব নিশ্চিত করল রিয়াল ও ইন্টার। গ্রুপের শেষ ম্যাচে শীর্ষস্থান নিয়ে লড়াইয়ে নামবে রিয়াল ও ইন্টার। ইন্টারের বিপক্ষে জিতলে বা ড্র করলে রিয়ালই শীর্ষে থেকে যাবে। আর হেরে গেলে রিয়ালকে টপকে শীর্ষে উঠে যাবে ইন্টার। 

শেরিফের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় রিয়াল। একের পর আক্রমণে প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়েন রিয়াল তারকারা। দাপুটে রিয়ালকে ৩০ মিনিটে এগিয়ে দেন ডেভিড আলাভা। প্রথমার্ধের শেষ দিকে ফের দেখা যায় রিয়ালের চমক। অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন ‘লস ব্লাঙ্কোস’দের। 

বিরতির পর ফের আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে রিয়াল। এ সময় একরকম কোণঠাসা হয়ে পড়ে শেরিফ। ব্যবধান ৩-০ করতেও তাই খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ৫৫ মিনিটে দারুণ ছন্দে থাকা স্ট্রাইকার করিম বেনজেমার গোলে একরকম জয় নিশ্চিত করে ফেলে অতিথিরা। এরপর ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। 

একই গ্রুপের অন্য ম্যাচে শাখতারকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইন্টারও। দ্বিতীয়ার্ধের ২ গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় এনে দেন তারকা খেলোয়াড় এডিন জেকো। 

ম্যাচের পর শিষ্যদের পারফরম্যান্সে আনন্দিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমাদের পারফরম্যান্স আসলেই ভালো ছিল। আমরা নিজেদের মান দেখাতে পেরেছি। নকআউটে যেতে পেরে আনন্দিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত