ক্রীড়া ডেস্ক
চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। ক্যারিয়ারে মাঠে যতটুকু খেলেছেন, তার চেয়ে বেশি যে চোট খেলছে তাঁর সঙ্গে। আন্তর্জাতিক ফুটবলেও তাঁর ফেরার অপেক্ষা তাই বাড়ছে। সদ্য কোচ হয়ে আসা কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের।
ব্রাজিলে আনচেলত্তি পৌঁছেছেন পরশু। পৌঁছানোর পরদিনই (গত রাতে) সেলেসাওদের কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন আনচেলত্তি। জুনে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। চোটের সঙ্গে লড়তে থাকায় নেইমারের জায়গা হয়নি ব্রাজিল দলে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের বাদ পড়ার দিনে আলোচিত ঘটনা কাসেমিরোর ফেরা। প্রায় এক বছর পর কাসেমিরো ফিরলেন জাতীয় দলে।
২৬ সদস্যের দলে গোলরক্ষক আছেন তিন জন। সেই তিন গোলরক্ষক তিন ক্লাবের। যাঁদের মধ্যে আছেন ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুলের আলিসন বেকার। রক্ষণভাগের ৯ ফুটবলারের ৪ জনই ফ্ল্যামেঙ্গো ক্লাবের। পিএসজির মারকিনিওস, বেরালদোর মতো ফুটবলাররা বাছাইপর্বে সামলাবেন ব্রাজিলের রক্ষণভাগ।
মাঝমাঠে কাসেমিরোর সঙ্গে থাকছেন এদেরসন, ব্রুনো গিমারেসের মতো ফুটবলাররা। আক্রমণভাগে আছেন ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় বার্সেলোনার শিরোপা জয়ের অন্যতম কারিগর রাফিনিয়া। ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রিচার্লিসনরাও থাকছেন ব্রাজিলের আক্রমণভাগে।
৫ ও ১০ জুন ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলেরও। আন্তমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটতে হবে সেই দলকে।
বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল দল
গোলরক্ষক
আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সুজা (করিন্থিয়ানস)
রক্ষণভাগ
আলেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), দানিলো (ফ্ল্যামেঙ্গো), লিও ওরতিজ (ফ্ল্যামেঙ্গো), ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো), বেরালদো (পিএসজি), মারকিনিওস (পিএসজি), আলেসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)
মাঝমাঠ
আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গারসন (ফ্ল্যামেঙ্গো)
ফরোয়ার্ড
এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ম্যাথিউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)
চোট যেন নেইমারের নিত্যসঙ্গী। ক্যারিয়ারে মাঠে যতটুকু খেলেছেন, তার চেয়ে বেশি যে চোট খেলছে তাঁর সঙ্গে। আন্তর্জাতিক ফুটবলেও তাঁর ফেরার অপেক্ষা তাই বাড়ছে। সদ্য কোচ হয়ে আসা কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের।
ব্রাজিলে আনচেলত্তি পৌঁছেছেন পরশু। পৌঁছানোর পরদিনই (গত রাতে) সেলেসাওদের কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন আনচেলত্তি। জুনে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। চোটের সঙ্গে লড়তে থাকায় নেইমারের জায়গা হয়নি ব্রাজিল দলে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের বাদ পড়ার দিনে আলোচিত ঘটনা কাসেমিরোর ফেরা। প্রায় এক বছর পর কাসেমিরো ফিরলেন জাতীয় দলে।
২৬ সদস্যের দলে গোলরক্ষক আছেন তিন জন। সেই তিন গোলরক্ষক তিন ক্লাবের। যাঁদের মধ্যে আছেন ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুলের আলিসন বেকার। রক্ষণভাগের ৯ ফুটবলারের ৪ জনই ফ্ল্যামেঙ্গো ক্লাবের। পিএসজির মারকিনিওস, বেরালদোর মতো ফুটবলাররা বাছাইপর্বে সামলাবেন ব্রাজিলের রক্ষণভাগ।
মাঝমাঠে কাসেমিরোর সঙ্গে থাকছেন এদেরসন, ব্রুনো গিমারেসের মতো ফুটবলাররা। আক্রমণভাগে আছেন ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় বার্সেলোনার শিরোপা জয়ের অন্যতম কারিগর রাফিনিয়া। ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রিচার্লিসনরাও থাকছেন ব্রাজিলের আক্রমণভাগে।
৫ ও ১০ জুন ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলেরও। আন্তমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটতে হবে সেই দলকে।
বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল দল
গোলরক্ষক
আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সুজা (করিন্থিয়ানস)
রক্ষণভাগ
আলেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), দানিলো (ফ্ল্যামেঙ্গো), লিও ওরতিজ (ফ্ল্যামেঙ্গো), ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো), বেরালদো (পিএসজি), মারকিনিওস (পিএসজি), আলেসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)
মাঝমাঠ
আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গারসন (ফ্ল্যামেঙ্গো)
ফরোয়ার্ড
এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ম্যাথিউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
১৩ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১৪ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
১৫ ঘণ্টা আগে