ম্যানচেস্টার ডার্বিতে ইতিহাদে আক্রমণাত্মক ফুটবলের পসরা বসিয়েছিলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের নাকানি-চুবানি খাইয়েছে চ্যাম্পিয়নরা। সিটির হয়ে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকের মাধ্যমে আর্লিং হালান্ড জানান দিলেন সব ধরনের রেকর্ডেই দখল করতে চান তিনি। একই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন ঘরের ছেলে ফিল ফোডেনও।
শক্তির পার্থক্যে ইউনাইটেডের চেয়ে সিটিই এগিয়ে থাকায় ফেভারিটও ছিল তারাই। ম্যাচের শুরুটাও করে ফেভারিটের মতোন। আট মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ফোডেন। পরে ম্যাচের চতুর্থ গোলের মাধ্যমে সিটির হয়ে ৫০ তম গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
চার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সিটিকে দ্বিতীয়ার্ধে যেন কিছুটা আলস্য পেয়ে বসেছিলো। তারই ফল ভোগ করে পেপ গার্দিওলার দল। ক্রিশ্চিয়ান এরিকসেনের কাছ থেকে পাওয়া বলে ইউনাইটেডের হয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা অ্যান্থনি। কিন্তু সব আলো আদতে কেড়ে নিয়েছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। চলতি মৌসুমে ক্লাবে যোগ দেওয়া এই তারকা করেছেন মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক। যার মাধ্যমে ১১ ম্যাচে ১৬ গোল করলেন এই গোলমেশিন। সিটির হয়ে লিগ গোলের অর্ধশতক পূরণ করা ফোডেনও পেয়েছেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
২০১১ সালের ২৩ অক্টোবরে ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে ৬-১ এ বিধ্বস্ত করেছিল সিটি। সেই স্মৃতি মনে করাচ্ছিল আজও। কিন্তু ম্যাচের শেষ দিকে এসে বদলি হিসেবে নাম অ্যান্থনি মার্শালের জোড়া গোলে কিছুটা ভদ্রস্থতা পায় চূড়ান্ত ফল। মৌসুমের প্রথম ডার্বিতে ইউনাইটেড হারল ৬-৩ গোলে। তবে এমন হাইভোল্টেজ ম্যাচে বেঞ্চ গরম করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগের প্রথম ইতিহাদ সফরও হলো দুঃস্বপ্নের মতো।
ম্যানচেস্টার ডার্বিতে ইতিহাদে আক্রমণাত্মক ফুটবলের পসরা বসিয়েছিলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের নাকানি-চুবানি খাইয়েছে চ্যাম্পিয়নরা। সিটির হয়ে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকের মাধ্যমে আর্লিং হালান্ড জানান দিলেন সব ধরনের রেকর্ডেই দখল করতে চান তিনি। একই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন ঘরের ছেলে ফিল ফোডেনও।
শক্তির পার্থক্যে ইউনাইটেডের চেয়ে সিটিই এগিয়ে থাকায় ফেভারিটও ছিল তারাই। ম্যাচের শুরুটাও করে ফেভারিটের মতোন। আট মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ফোডেন। পরে ম্যাচের চতুর্থ গোলের মাধ্যমে সিটির হয়ে ৫০ তম গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
চার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সিটিকে দ্বিতীয়ার্ধে যেন কিছুটা আলস্য পেয়ে বসেছিলো। তারই ফল ভোগ করে পেপ গার্দিওলার দল। ক্রিশ্চিয়ান এরিকসেনের কাছ থেকে পাওয়া বলে ইউনাইটেডের হয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা অ্যান্থনি। কিন্তু সব আলো আদতে কেড়ে নিয়েছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। চলতি মৌসুমে ক্লাবে যোগ দেওয়া এই তারকা করেছেন মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক। যার মাধ্যমে ১১ ম্যাচে ১৬ গোল করলেন এই গোলমেশিন। সিটির হয়ে লিগ গোলের অর্ধশতক পূরণ করা ফোডেনও পেয়েছেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
২০১১ সালের ২৩ অক্টোবরে ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে ৬-১ এ বিধ্বস্ত করেছিল সিটি। সেই স্মৃতি মনে করাচ্ছিল আজও। কিন্তু ম্যাচের শেষ দিকে এসে বদলি হিসেবে নাম অ্যান্থনি মার্শালের জোড়া গোলে কিছুটা ভদ্রস্থতা পায় চূড়ান্ত ফল। মৌসুমের প্রথম ডার্বিতে ইউনাইটেড হারল ৬-৩ গোলে। তবে এমন হাইভোল্টেজ ম্যাচে বেঞ্চ গরম করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগের প্রথম ইতিহাদ সফরও হলো দুঃস্বপ্নের মতো।
ভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
৬ মিনিট আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
১ ঘণ্টা আগেঅ্যাটলাসের বিপক্ষে গত বৃহস্পতিবার লিগস কাপের ম্যাচে জোড়া অ্যাসিস্টে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ওপর তাতে ভক্ত-সমর্থকদের আশা অনেক বেড়ে যায়।
১ ঘণ্টা আগেসমানে সমানে যুদ্ধ বলতে যা বোঝায়, ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে তা-ই হয়েছে। নারী কোপা আমেরিকার ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। টাইব্রেকারেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সব রোমাঞ্চ ছাপিয়ে অবশেষে ২০২৫ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী ফুটবল দল।
২ ঘণ্টা আগে