Ajker Patrika

‘সাংবাদিকের বাপের জুতা পরা ছবি’র কথা বলে ক্ষমা চাইলেন সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৩, ১৭: ১৯
‘সাংবাদিকের বাপের জুতা পরা ছবি’র কথা বলে ক্ষমা চাইলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বহুল সভা চলল তিন ঘণ্টার বেশি সময়। সভা শেষে ব্রিফিংয়ের রেকর্ড রাখতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সামনে ফোন রেখেছিলেন সাংবাদিকদের কেউ কেউ।

আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আগে সহসভাপতি কাজী নাবিলের সঙ্গে ব্যক্তিগত আলোচনা করছিলেন সালাউদ্দিন। তখনই তাঁকে বলতে শোনা গেছে, ‘সাংবাদিকেরা এখানে ঢুকতে গেলে ছবি দিতে হবে তাদের বাপ-মায়ের।’

এরপর পাশ থাকা বাফুফের অন্য সদস্যদের মধ্যে কেউ একজন কিছু বললে সালাউদ্দিন বলেন, ‘আরেকটা শর্ত হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি) ? এটা হতে হবে বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

তাঁর এমন মন্তব্য ধরে সংবাদ প্রকাশ হওয়ার পর টনক নড়ে সালাউদ্দিনের। পরে ভিডিও বার্তায় চান ক্ষমা। সেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের আঘাত করার জন্য এমন কথা বলেনি। আমি নাবিলের (কাজী নাবিল) সঙ্গে মজা করছিলাম। এটা যে কেউ টেপ করছিল আমি জানি না। যদি কাউকে আঘাত করে থাকি তাহলে ক্ষমা চাই, আমি আপনাদের (সাংবাদিকদের) আঘাত করার জন্য বলিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত