Ajker Patrika

বেলজিয়ামের প্রথম দুই ম্যাচে খেলবেন না লুকাকু

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

চোট নিয়েই রোমেলু লুকাকুকে বিশ্বকাপের দলে রেখেছে বেলজিয়াম। দলে রাখলেও তাঁকে একাদশে পাওয়া নিয়ে রয়েছে সন্দেহ। সন্দেহর প্রথম প্রমাণ মিলেছে আজ। ফিট না হওয়ায় প্রথম দুই ম্যাচে তাঁকে পাবে না বেলজিয়াম। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি দলটি। 

কাতারে গত শুক্রবার পৌঁছেছে বেলজিয়াম। বিশ্বকাপের দেশে পৌঁছে ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছে দলটি। তবে দলীয় অনুশীলনে যোগ দেননি দেশটির সেরা স্ট্রাইকার। হ্যামস্ট্রিংয়ের চোটে এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। এ কারণেই কানাডা ও মরক্কোর ম্যাচে খেলতে পারবেন না এই ইন্টার মিলান তারকা। তবে গত বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁকে খেলতে দেখা যেতে পারে। 

গত ১৮ মাস ধরেই চোটের সঙ্গে লড়ছেন লুকাকু। এ জন্য তাঁর পারফরম্যান্সে পড়েছিল ভাটা। তাই চেলসি বাধ্য হয়েই তাঁকে ধারে পাঠিয়েছে ইন্টার মিলানে। এ মৌসুমে সিরি আ’র ক্লাবটির হয়েও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। এত কিছুর পরেও তাঁকে বিশ্বকাপের দলে রেখেছেন রবার্তো মার্তিনেজ। 

বেলজিয়ামের সর্বোচ্চ গোল স্কোরার লুকাকু। ১০২ ম্যাচ ৬৮ গোল করেছেন তিনি। আজ কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হলেও ২৪ নভেম্বর, কানাডার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত