Ajker Patrika

‘শত্রু’ সুয়ারেজকে অন্যরকম আতিথেয়তা দেবে বার্সা

আপডেট : ০৮ মে ২০২১, ১৯: ৩৩
‘শত্রু’ সুয়ারেজকে অন্যরকম আতিথেয়তা দেবে বার্সা

ঢাকা: এই ন্যু ক্যাম্পে কতশত স্মৃতি হুটোপুটি খাচ্ছে লুইস সুয়ারেজের। সেই ন্যু ক্যাম্পেই আজ পুরোনো ভালোবাসা ভুলে আতলেতিকো মাদ্রিদের জার্সিতে বার্সেলোনার জালে বল জড়াতে চাইবেন তিনি। তবু নাকি পুরোনো ক্লাব বার্সা তাঁকে আজ বিশেষ সম্মান জানানোর প্রস্তুতি নিচ্ছে।

এই মৌসুমের শুরুতেই বার্সা ছেড়েছেন সুয়ারেজ। আতলেতিকোতে যোগ দেওয়ার পর ক্লাব ফুটবলে আজই তিনি প্রথম মুখোমুখি হচ্ছেন বার্সেলোনার। মুখোমুখি হচ্ছেন এক সময়ের সতীর্থ আর প্রিয় বন্ধু লিওনেল মেসির। বার্সার জার্সিতে ছয় মৌসুম খেলা এই উরুগুইয়ান ফরোয়ার্ড কাতালনাদের কম দেননি। বার্সায় তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে আজ রাতে ম্যাচ শুরু আগে বিশেষ কিছু করতে চান সুয়ারেজকে ঘিরে।

গত মৌসুমে রোনাল্ড কোমান বার্সেলোনার কোচ হয়ে আসার পরই সুয়ারেজের বিদায় ঘণ্টা বেজেছিল। আতলেতিকো তখন সুয়ারেজকে দলে ভিড়িয়েছে। মৌসুমে এখন পর্যন্ত ১৯ গোল দিয়ে দলকে টেবিলের এক নাম্বারে রেখেছেন আতলেতিকোকে। বোঝাই যাচ্ছে, সিমিওনের দলে তার সময়টা খারাপ যাচ্ছে না।

তবে বার্সেলোনা ছাড়ার সময় সংবাদ সম্মেলনে বেশ আবেগ আপ্লুত হয়েছিলেন লুইস সুয়ারেজ। তখন নিজের অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছিলেন। সেদিন তাঁর সময়ে জেতা ট্রফিগুলোর সঙ্গে ছবিও তুলেছিলেন। ফ্রেমের অন্য পাশে ছিলেন বার্সার সাবেক সতীর্থরা —লিওনেল মেসি, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, সার্জিও রবার্তো ও জর্ডি আলবা। একটি ছবিতেও জোসেপ বার্তামেউ বা বোর্ডের কেউ ছিলেন না ।

তবে নতুন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার বার্সেলোনা সিদ্ধান্ত নিয়েছে, আজ ম্যাচ শুরু আগে সুয়ারেজকে বিশেষ সম্মান জানিয়ে বার্সা তাঁর অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। ক্লাব ফুটবলের সৌন্দর্য তো এখানেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত