Ajker Patrika

ক্রিকেটারদের মতো ফুটবলারদের চুক্তিতে আনতে চান সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আয়ের বাইরেও বোর্ড থেকে প্রতি মাসে বেতন পান কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এ চুক্তি একজন ক্রিকেটারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। এবার ফুটবলারদেরও একইভাবে চুক্তির আওতায় আনতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

চোট ও করোনায় কাতারে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পারেননি বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, টুটুল হোসেন বাদশা ও আশরাফুল ইসলাম রানা। বাংলাদেশ দলের পাঁচ ফুটবলারকে আজ ফেডারেশন ভবনে ডেকেছিলেন সালাউদ্দিন। ফুটবলারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের চুক্তির বিষয়টি জানান বাফুফে সভাপতি। সালাউদ্দিন বলেছেন, ‘আমার মনে হয়েছে এটা দরকার। অনেক খেলোয়াড় আছে ২০ শতাংশ চোটকে ১০০ শতাংশ দেখিয়ে জাতীয় দলে খেলতে চায় না। জাতীয় দলে যেন নিজেরা যেন ফিট আর উৎসাহ পায় তাঁদের চুক্তিতে আনতে চাই এ কারণেই।’

বাংলাদেশসহ সারা বিশ্বেই জাতীয় দলে খেললে ফুটবলারদের দিন প্রতি একটি নির্দিষ্ট সম্মানী প্রদান করা হয়। সেই প্রথা ভাঙতে চান সালাউদ্দিন। বাফুফে সভাপতি বললেন, ‘ইউরোপের ফুটবলাররা যা আয় করে তা দিয়ে ১০০ বছর বসে খেতে পারবে। ওদের জাতীয় দলের বেতনের দরকার পড়ে না। আমাদের ফুটবলাররা বছরে গড়ে ৩০-৪০ লাখ টাকা পায়। একটু নাজুক অবস্থায় থাকে। একটু ভালোভাবে চলতে গেলে এই টাকা কিছুই না। সবাই ভালোভাবে চলতে চায়। এসব বিষয়ে এখন একটু ছাড় দিতেই হবে।’

পারফরম্যান্স দেখে ফুটবলারদের তিন শ্রেণিতে ভাগ করার কথা জানিয়েছেন সালাউদ্দিন। নিয়মিত জাতীয় দলে খেলা ১৫ ফুটবলারকে রাখা হবে ‘এ’ গ্রেডে। পরের ১০ ফুটবলার ‘বি’ গ্রেড ও শেষ পাঁচজন থাকবেন ‘সি’ গ্রেডে। ঘরোয়া লিগ শেষে ফুটবলারদের সঙ্গে কথা বলতে চান বাফুফে প্রধান। সালাউদ্দিনের ভাবনাটা ইতিবাচকভাবেই দেখছেন বৈঠকে উপস্থিত ফুটবলাররা। আবাহনীর ফুটবলার সাদ উদ্দিন বলছেন, ‘সবারই আর্থিক সহায়তার দরকার। চুক্তি কার্যকর হলে ফুটবলাররা জাতীয় দলে খেলতে উৎসাহ পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত