বাজারে হাইড্রেশন ড্রিংক আনার ঘোষণা কয়েক মাস আগেই দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ঘোষণা অনুযায়ী এ মাসেই বাজারে আসবে সেটি। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বাজারে আসার আগে কী নামে পণ্যটি আনছেন ৮ বারের ব্যালন ডি অরজয়ী তা জানা গেছে।
‘মাস+’ নামে হাইড্রেশন ড্রিংকটি আনছেন মেসি। মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এটি বেছে নেওয়া হয়েছে। যার অর্থ—আরও বেশি। সঙ্গে ‘+’ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ড্রিংকটি পান করার সময় সংগীত, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় উপভোগ করার কথা। বাজারে চারটি ফ্লেভারে পাওয়া যাবে ড্রিংকটি। এই চার ফ্লেভারের নামে অভিনব পন্থা বেছে নিয়েছেন ইন্টার মায়ামির প্লেমেকার। ফুটবল ক্লাব, টুর্নামেন্ট এবং পুরস্কারের সঙ্গে মিল রেখে ফ্লেভার চারটির নাম রেখেছেন মেসি এবং তাঁর অংশীদারত্ব কোম্পানি।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি অর জিতেছেন মেসি। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের নামে ড্রিংকসের এক প্রকারকে তাই অরেঞ্জ ডি’অর নাম দেওয়া হয়েছে। এটি যে কমলার স্বাদে হবে সেটা না বললেও হয়তো চলে। বাকি তিনটির একটি মায়ামি ক্লাবের নামে, মায়ামি পাঞ্চ। যার স্বাদে পাওয়া যাবে জামের সঙ্গে আনারসের হালকা মিশ্রণ। অন্যদিকে কোপা আমেরিকা এবং কোপা দেলের নামে বেরি কোপা ক্রাস ফ্লেভারে আছে জামি ও চেরি ফলের মিশ্রণ। বাকিটি চ্যাম্পিয়নস লিগের নামে লিমন লাইম লিগ রাখা হয়েছে। যার স্বাদ লেবুর হবে।
বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে হাইড্রেশন ড্রিংকটি আনছেন মেসি। আগামী ১৩ জুন ক্যান এবং বোতলজাত দুইভাবেই পাওয়া যাবে। যথেষ্ট পরিমাণ ইলেকট্রোলাইট এবং ভিটামিন সমৃদ্ধ ড্রিংকটি আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সব সুপারমার্কেটে পাওয়া যাবে। আর বছরের শেষ দিকে সারা বিশ্বে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাজারে হাইড্রেশন ড্রিংক আনার ঘোষণা কয়েক মাস আগেই দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ঘোষণা অনুযায়ী এ মাসেই বাজারে আসবে সেটি। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বাজারে আসার আগে কী নামে পণ্যটি আনছেন ৮ বারের ব্যালন ডি অরজয়ী তা জানা গেছে।
‘মাস+’ নামে হাইড্রেশন ড্রিংকটি আনছেন মেসি। মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এটি বেছে নেওয়া হয়েছে। যার অর্থ—আরও বেশি। সঙ্গে ‘+’ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ড্রিংকটি পান করার সময় সংগীত, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় উপভোগ করার কথা। বাজারে চারটি ফ্লেভারে পাওয়া যাবে ড্রিংকটি। এই চার ফ্লেভারের নামে অভিনব পন্থা বেছে নিয়েছেন ইন্টার মায়ামির প্লেমেকার। ফুটবল ক্লাব, টুর্নামেন্ট এবং পুরস্কারের সঙ্গে মিল রেখে ফ্লেভার চারটির নাম রেখেছেন মেসি এবং তাঁর অংশীদারত্ব কোম্পানি।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি অর জিতেছেন মেসি। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের নামে ড্রিংকসের এক প্রকারকে তাই অরেঞ্জ ডি’অর নাম দেওয়া হয়েছে। এটি যে কমলার স্বাদে হবে সেটা না বললেও হয়তো চলে। বাকি তিনটির একটি মায়ামি ক্লাবের নামে, মায়ামি পাঞ্চ। যার স্বাদে পাওয়া যাবে জামের সঙ্গে আনারসের হালকা মিশ্রণ। অন্যদিকে কোপা আমেরিকা এবং কোপা দেলের নামে বেরি কোপা ক্রাস ফ্লেভারে আছে জামি ও চেরি ফলের মিশ্রণ। বাকিটি চ্যাম্পিয়নস লিগের নামে লিমন লাইম লিগ রাখা হয়েছে। যার স্বাদ লেবুর হবে।
বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে হাইড্রেশন ড্রিংকটি আনছেন মেসি। আগামী ১৩ জুন ক্যান এবং বোতলজাত দুইভাবেই পাওয়া যাবে। যথেষ্ট পরিমাণ ইলেকট্রোলাইট এবং ভিটামিন সমৃদ্ধ ড্রিংকটি আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সব সুপারমার্কেটে পাওয়া যাবে। আর বছরের শেষ দিকে সারা বিশ্বে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৬ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে