ক্রীড়া ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক বছরও বাকি নেই। তার আগে ক্লাব বিশ্বকাপ আয়োজনটা যুক্তরাষ্ট্রের জন্য ২০২৬ বিশ্বকাপের আগে মহড়া বলা চলে। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে তোপের মুখে পড়েছে মার্কিনরা।
৩২ দলের ক্লাব বিশ্বকাপ এবার এককভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র। বৈরি আবহাওয়ার কারণে অনেক ম্যাচই বাধাগ্রস্ত হয়েছে। যার মধ্যে গত ২৮ জুন চেলসি-বেনফিকার শেষ ষোলোর ম্যাচ শেষ করতে করতে ৫ ঘণ্টা লেগেছে। ঝড়-বজ্রপাতের ঘটনা তো রয়েছেই। এমনকি গরমের কারণে খেলতে গিয়ে ফুটবলাররা হাঁপিয়ে উঠেছেন। অন্যদিকে আগামী বছর একই সময়ে (জুন-জুলাই) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—তিন দেশে হবে ফুটবল বিশ্বকাপ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, ডালাস, মায়ামির হার্টরক স্টেডিয়াম, আটলান্টা—যুক্তরাষ্ট্রের এই স্টেডিয়ামগুলোতে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ম্যাচ।
নিউইয়র্কে সংবাদ সম্মেলনে গতকাল কথা বলতে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উল্লেখ করেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গও। আগামী বছর নির্বিঘ্নে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজন করা যাবে বলে আশা ইনফান্তিনোর। ফিফা সভাপতি বলেন, ‘আমরা যে সমালোচনা গ্রহণ করি, সেগুলো নিয়ে আমাদের বিশ্লেষণ করা উচিত। ভবিষ্যতে আরও ভালো কীভাবে করতে পারি, সেটা ভেবে দেখতে হবে। কুলিং ব্রেকস গুরুত্বপূর্ণ এখানে। তবে আমাদের ছাদসহ স্টেডিয়াম আছে। এই স্টেডিয়ামগুলো নিশ্চয়ই আমরা আগামী বছর ম্যাচের সময় ব্যবহার করতে পারব।’
প্যারিসে গত বছর অলিম্পিক গেমস আয়োজন করা হয়েছিল জুলাই-আগস্ট মাসে। সেই সময়ও যে আবহাওয়া খারাপ ছিল, সেটা মনে করিয়ে দিয়েছেন ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেন, ‘অবশ্যই গরম একটা ব্যাপার। প্যারিসে গত বছর অলিম্পিক গেমস হয়েছে। সবগুলো খেলার দিনই প্রচণ্ড গরম পড়েছিল।’
ইনফান্তিনোর মতে বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইউরোপীয় দল থাকলে ক্লাব বিশ্বকাপ আরও জমজমাট হতো। ফিফা সভাপতি বলেন, ‘যে দলগুলো ইউরোপ থেকে এসেছে, তাদের সঙ্গে কথা বলেছি। ইউরোপ থেকে যেসব দল কোয়ালিফাই করতে পারেনি, তারা অংশগ্রহণ করতে পারে কিনা, সেই ব্যাপারেও কথাবার্তা হয়েছে। লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, এসি মিলান, বার্সেলোনা থাকলে অনেক খুশি হতাম। তবে কোয়ালিফাইং করার একটা ব্যাপার তো আছে।’
যুক্তরাষ্ট্রে গত কয়েক বছর ধরে খেলাধুলার উৎসব চলছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক ছিল তারা। একই বছর আয়োজন করা হয়েছিল কোপা আমেরিকা। এক বছর পর এবার চলছে ক্লাব বিশ্বকাপ। যেখানে মঙ্গলবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে যে ক্লাব বিশ্বকাপের চেলসি-ফ্লুমিনেন্স সেমিফাইনাল ম্যাচ হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ফুটবলারদের বৈশ্বিক সংঘটন ফিফপ্রোর দাবি, প্রচণ্ড গরমের কারণে কমপক্ষে তিনটি ম্যাচে হয় দেরি অথবা বাধ্য হয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এমনকি আজ মেটলাইফ স্টেডিয়ামে চেলসি-পিএসজির ফাইনালের সময় আবহাওয়া ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে ধারণা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী চেলসি-পিএসজি ম্যাচ।
ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফিফার কাছে চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আকুতি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের সূচি পরিবর্তন করা যায় কিনা। তিনিও সেই গরমের কথা উল্লেখ করেছেন। এবার ইনফান্তিনো যে আশ্বাস দিয়েছেন, সেটা আগামী বছর বাস্তবায়িত হয় কিনা, সেটা সময়ই বলে দেবে।
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক বছরও বাকি নেই। তার আগে ক্লাব বিশ্বকাপ আয়োজনটা যুক্তরাষ্ট্রের জন্য ২০২৬ বিশ্বকাপের আগে মহড়া বলা চলে। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে তোপের মুখে পড়েছে মার্কিনরা।
৩২ দলের ক্লাব বিশ্বকাপ এবার এককভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র। বৈরি আবহাওয়ার কারণে অনেক ম্যাচই বাধাগ্রস্ত হয়েছে। যার মধ্যে গত ২৮ জুন চেলসি-বেনফিকার শেষ ষোলোর ম্যাচ শেষ করতে করতে ৫ ঘণ্টা লেগেছে। ঝড়-বজ্রপাতের ঘটনা তো রয়েছেই। এমনকি গরমের কারণে খেলতে গিয়ে ফুটবলাররা হাঁপিয়ে উঠেছেন। অন্যদিকে আগামী বছর একই সময়ে (জুন-জুলাই) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—তিন দেশে হবে ফুটবল বিশ্বকাপ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, ডালাস, মায়ামির হার্টরক স্টেডিয়াম, আটলান্টা—যুক্তরাষ্ট্রের এই স্টেডিয়ামগুলোতে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ম্যাচ।
নিউইয়র্কে সংবাদ সম্মেলনে গতকাল কথা বলতে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উল্লেখ করেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গও। আগামী বছর নির্বিঘ্নে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজন করা যাবে বলে আশা ইনফান্তিনোর। ফিফা সভাপতি বলেন, ‘আমরা যে সমালোচনা গ্রহণ করি, সেগুলো নিয়ে আমাদের বিশ্লেষণ করা উচিত। ভবিষ্যতে আরও ভালো কীভাবে করতে পারি, সেটা ভেবে দেখতে হবে। কুলিং ব্রেকস গুরুত্বপূর্ণ এখানে। তবে আমাদের ছাদসহ স্টেডিয়াম আছে। এই স্টেডিয়ামগুলো নিশ্চয়ই আমরা আগামী বছর ম্যাচের সময় ব্যবহার করতে পারব।’
প্যারিসে গত বছর অলিম্পিক গেমস আয়োজন করা হয়েছিল জুলাই-আগস্ট মাসে। সেই সময়ও যে আবহাওয়া খারাপ ছিল, সেটা মনে করিয়ে দিয়েছেন ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেন, ‘অবশ্যই গরম একটা ব্যাপার। প্যারিসে গত বছর অলিম্পিক গেমস হয়েছে। সবগুলো খেলার দিনই প্রচণ্ড গরম পড়েছিল।’
ইনফান্তিনোর মতে বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইউরোপীয় দল থাকলে ক্লাব বিশ্বকাপ আরও জমজমাট হতো। ফিফা সভাপতি বলেন, ‘যে দলগুলো ইউরোপ থেকে এসেছে, তাদের সঙ্গে কথা বলেছি। ইউরোপ থেকে যেসব দল কোয়ালিফাই করতে পারেনি, তারা অংশগ্রহণ করতে পারে কিনা, সেই ব্যাপারেও কথাবার্তা হয়েছে। লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, এসি মিলান, বার্সেলোনা থাকলে অনেক খুশি হতাম। তবে কোয়ালিফাইং করার একটা ব্যাপার তো আছে।’
যুক্তরাষ্ট্রে গত কয়েক বছর ধরে খেলাধুলার উৎসব চলছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক ছিল তারা। একই বছর আয়োজন করা হয়েছিল কোপা আমেরিকা। এক বছর পর এবার চলছে ক্লাব বিশ্বকাপ। যেখানে মঙ্গলবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে যে ক্লাব বিশ্বকাপের চেলসি-ফ্লুমিনেন্স সেমিফাইনাল ম্যাচ হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ফুটবলারদের বৈশ্বিক সংঘটন ফিফপ্রোর দাবি, প্রচণ্ড গরমের কারণে কমপক্ষে তিনটি ম্যাচে হয় দেরি অথবা বাধ্য হয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এমনকি আজ মেটলাইফ স্টেডিয়ামে চেলসি-পিএসজির ফাইনালের সময় আবহাওয়া ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে ধারণা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী চেলসি-পিএসজি ম্যাচ।
ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফিফার কাছে চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আকুতি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের সূচি পরিবর্তন করা যায় কিনা। তিনিও সেই গরমের কথা উল্লেখ করেছেন। এবার ইনফান্তিনো যে আশ্বাস দিয়েছেন, সেটা আগামী বছর বাস্তবায়িত হয় কিনা, সেটা সময়ই বলে দেবে।
লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম তিন দিনের খেলা এগোচ্ছিল প্রথাগত টেস্ট মেজাজেই। দুই দলই খেলতে থাকে সমান তালে। কিন্তু আজ চতুর্থ দিনে এসে হঠাৎ ঘুরে যায় ম্যাচের গতিপথ। ভারতের আগুনে বোলিংয়ে ২০০ রানও করতে পারল না ইংলিশরা।
১ ঘণ্টা আগে২০১৭ সালে ডাম্বুলাতেই তামিম ইকবালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেটি ছিল ওয়ানডেতে। সংস্করণ ভিন্ন হলেও সেই ডাম্বুলাতে আজ শ্রীলঙ্কাকে আবার হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ফিরল বাংলাদেশ।
১ ঘণ্টা আগেএক ম্যাচ রান করলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকে লিটন দাসের ব্যাট। বোঝাই যাচ্ছে, তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার কী পরিমাণ অভাব। এমনকি কোচ ফিল সিমন্সও গতকাল বলেছিলেন, ‘লিটনের আত্মবিশ্বাস কমে গেছে।’ কোচের এমন কথা বলার ঠিক পরদিনই জেগে উঠলেন লিটন।
২ ঘণ্টা আগেপ্রথমার্ধে বাংলাদেশের কাছ থেকে মিলল দাপুটে ফুটবলের প্রতিচ্ছবি। ২ গোলে এগিয়ে থেকে অনেকটাই নির্ভার ছিল পিটার বাটলারের দল। সেই বাংলাদেশ দ্বিতীয়ার্ধে একেবারেই অচেনা। সেটার সুযোগ নিয়ে নেপাল ম্যাচে ফিরে আসে দারুণভাবে। তবে নাটক এখানেই শেষ নয়। ম্যাচের শেষ মিনিটে তৃষ্ণা রানির গোলে বাংলাদেশ আজ মাঠ ছাড়ে ৩-২ গো
২ ঘণ্টা আগে