Ajker Patrika

ইংলিশ তারকা ফুটবলারকে ‘অপ্রতিরোধ্য’ বললেন টেন হাগ 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১২: ৩৩
ইংলিশ তারকা ফুটবলারকে ‘অপ্রতিরোধ্য’ বললেন টেন হাগ 

মার্কাস রাশফোর্ড খেলতে নামা মানেই যেন গোল। নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের গোলে অ্যাসিস্টও করছেন রাশফোর্ড। দুরন্ত রাশফোর্ডে দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের চোখে ইংলিশ ফুটবলার ‘অপ্রতিরোধ্য’।

গতকাল ওল্ড ট্রাফোর্ডে এফ এ কাপের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড-এভারটন। এভারটনকে ৩-১ গোলে হারায় রেড ডেভিলরা। যে ম্যাচে রাশফোর্ড একটি করে গোলও অ্যাসিস্ট করেছেন। ইংলিশ তারকাকে দেখেই শুরু থেকে আত্মবিশ্বাসী মনে হয়েছে টেন হাগের। ইউনাইটেড কোচ বলেন, ‘প্রথম মিনিট থেকেই বুঝতে পেরেছিলাম যে মার্কাসের নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। সে খেলোয়াড়দের দেখে দেখে খেলছিল এবং আমার মতে, ৯০ মিনিট সে এভারটন রক্ষণভাগের হুমকি হিসেবে কাজ করেছে।’

চলতি মৌসুমে ইউনাইটেডের জার্সিতে দারুণ খেলছেন রাশফোর্ড। ২৪ ম্যাচে ১৩ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় হয়েছিলেন। ইউনাইটেডের জার্সিতে আট বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৪১ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। ১১১ গোলের সঙ্গে ৬৩ গোলে করেছেন অ্যাসিস্ট। আর গত মাসে শেষ হওয়া কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ৩ গোল করেছিলেন ইংলিশ এই উইঙ্গার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত