Ajker Patrika

এমবাপ্পের প্রশ্নে কৌশলে কী উত্তর দিলেন পিএসজি কোচ 

ক্রীড়া ডেস্ক
এমবাপ্পের প্রশ্নে কৌশলে কী উত্তর দিলেন পিএসজি কোচ 

প্রতি মৌসুমেই কিলিয়ান এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার কথা শোনা যায়। গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদের নামটাই বারবার চলে আসে। এই মৌসুমে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও রিয়ালে যাওয়া অনেকটাই নিশ্চিত। 

পিএসজির একাদশে এমবাপ্পে নিয়মিত মুখ হলেও কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে পারছেন না। লিগ ওয়ানের সর্বশেষ তিন ম্যাচে তিনি খেলেছেন ২৮,৬৫ ও ৪৫ মিনিট। যার মধ্যে দুটিতে মূল একাদশে ছিলেন দুই ম্যাচে ও এক ম্যাচে নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। সেখানে আজ রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হবে পিএসজি। তার আগে গতকাল সান সেবাস্তিয়ানে সংবাদ সম্মেলনে আসেন পিএসজি কোচ লুইস এনরিকে। লিগ ওয়ানের মতোই এমবাপ্পেকে চ্যাম্পিয়নস লিগে কীভাবে খেলানো হবে কি না সেই প্রশ্ন জিজ্ঞেস করা হলে এনরিকে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। কেন নয়?’ 

এমবাপ্পে নিয়ে এনরিকে আরও বলেন, ‘ব্যাপারটা খুব সহজ (এমবাপ্পেকে নিয়ে প্রশ্ন)। সাংবাদিকেরা কী চান ও আমি যা চাই, সেভাবে উত্তর দিয়েছি। এটাই আমার সূত্র। ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কোনোরকম মন্তব্য করতে চাই না (এমবাপ্পের ব্যাপারে)।’

১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল সোসিয়াদাদকে প্রথম লেগে ২-০ গোলে হারায় পিএসজি। ম্যাচটি হয়েছিল পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে। অ্যানোইটা স্টেডিয়ামে আজ ড্র বা ১-০ গোলে হারলেও শেষ আটে উঠবে পিএসজি। তবে দ্বিতীয় লেগে অনেক সময় ম্যাচের ফল বদলাতে দেখা যায়। দ্বিতীয় লেগের ম্যাচকেও তাই গুরুত্ব দিচ্ছেন এনরিকে। পিএসজি কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় লেগের খেলা সবসময় কঠিন। আমাদের যে ফল, সেটা ভালো। তবে আপনি যদি ঠিকমতো খেলতে না পারেন, তাহলে সেটা ঝামেলা হতে পারে। পা হড়কালে বিপদ ডেকে আনতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত