ক্রীড়া ডেস্ক
নামটা জিরোনা হলেও এরিক গার্সিয়া-ডেলি ব্লাইন্ডদের নিয়ে গড়া দলটি মোটেও ‘জিরো’ না। এ মৌসুমে লা লিগায় কী অসাধারণই না খেলল কাতালোনিয়ান ক্লাবটি। শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে লিগ শিরোপার জন্য দৌড়েছে। অবশ্য হাতে কলমে সেই দৌড়ে এখনো টিকে আছে জিরোনার। কিন্তু রিয়াল যে শিরোপা পুনরুদ্ধারের নিশ্বাস দূরত্বে চলে এসেছে!
আজ রাতেই এ মৌসুমের লা লিগা নিষ্পত্তি করে ফেলতে পারে কার্লো আনচেলত্তির দল। ৩৩ রাউন্ডে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অবনমন অঞ্চলের দল কাদিজকে হারালেই এক মৌসুম পর শিরোপা ঘরে তুলবে।
তবে সেটি কী এত সহজে হতে দেবে বার্সেলোনা? চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা উৎসব পিছিয়ে দিতে চাইবে জাভি হার্নান্দেজের দল। জিরোনার মতো হাতে কলমে শিরোপা দৌড়ে টিকে আছে বার্সাও। তার জন্য রিয়ালকে বাকি ৫ রাউন্ডের সবগুলোতে হারতে হবে আর সব ম্যাচে জিততে হবে কাতালান জায়ান্টদের। কিন্তু এমন কিছু খোদ জাভিও নিশ্চয় চিন্তা করছেন না।
শিরোপার স্বপ্ন না দেখলেও অবশ্য রিয়ালের উৎসব পিছিয়ে দিতে চাইবে বার্সা। আজ রাতে রিয়াল ম্যাচের ঘণ্টা দুয়েক পর জিরোনার মুখোমুখি হবে তারা। বার্সা যদি এই ম্যাচ জিতে তবে শিরোপা উৎসব পেছাবে রিয়ালের। লস ব্লাঙ্কোসরা যদি জেতে আর বার্সা হারে তবে চূড়ান্ত হয়ে যাবে এবারের লা লিগার ভাগ্য। ৪ রাউন্ড হাতে রেখে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা জিতবে রিয়াল। বার্সা এর পরের রাউন্ড জিতলেও ছুঁতে পারবে না রিয়ালকে। তখন তাদের পয়েন্ট হবে ৮৫। ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জিরোনার মাঠে নামবে বার্সা। আর সমান ম্যাচে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৭১। কাতালান ডার্বি যদি ড্রও হয় তবে শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। কাতালোনিয়ার দুই দল কি পারবে রিয়ালের শিরোপা উৎসব পিছিয়ে দিতে?
তবে এই জিরোনার বিপক্ষে পেরে উঠবে তো বার্সা? এ মৌসুমের দুই দলের প্রথম সাক্ষাতে জাবির দল হেরেছিল ৪-২ গোলে, সেটিও নিজেদের মাঠে। সেই প্রতিশোধ নিয়ে বার্সা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারবে তো রিয়ালের শিরোপা উৎসব? এমন অনেক প্রশ্ন আসছে বটে। তবে রিয়ালের উৎসব কতদিনই বা আর ঠেকিয়ে রাখতে পারবে তারা?
নামটা জিরোনা হলেও এরিক গার্সিয়া-ডেলি ব্লাইন্ডদের নিয়ে গড়া দলটি মোটেও ‘জিরো’ না। এ মৌসুমে লা লিগায় কী অসাধারণই না খেলল কাতালোনিয়ান ক্লাবটি। শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে লিগ শিরোপার জন্য দৌড়েছে। অবশ্য হাতে কলমে সেই দৌড়ে এখনো টিকে আছে জিরোনার। কিন্তু রিয়াল যে শিরোপা পুনরুদ্ধারের নিশ্বাস দূরত্বে চলে এসেছে!
আজ রাতেই এ মৌসুমের লা লিগা নিষ্পত্তি করে ফেলতে পারে কার্লো আনচেলত্তির দল। ৩৩ রাউন্ডে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অবনমন অঞ্চলের দল কাদিজকে হারালেই এক মৌসুম পর শিরোপা ঘরে তুলবে।
তবে সেটি কী এত সহজে হতে দেবে বার্সেলোনা? চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা উৎসব পিছিয়ে দিতে চাইবে জাভি হার্নান্দেজের দল। জিরোনার মতো হাতে কলমে শিরোপা দৌড়ে টিকে আছে বার্সাও। তার জন্য রিয়ালকে বাকি ৫ রাউন্ডের সবগুলোতে হারতে হবে আর সব ম্যাচে জিততে হবে কাতালান জায়ান্টদের। কিন্তু এমন কিছু খোদ জাভিও নিশ্চয় চিন্তা করছেন না।
শিরোপার স্বপ্ন না দেখলেও অবশ্য রিয়ালের উৎসব পিছিয়ে দিতে চাইবে বার্সা। আজ রাতে রিয়াল ম্যাচের ঘণ্টা দুয়েক পর জিরোনার মুখোমুখি হবে তারা। বার্সা যদি এই ম্যাচ জিতে তবে শিরোপা উৎসব পেছাবে রিয়ালের। লস ব্লাঙ্কোসরা যদি জেতে আর বার্সা হারে তবে চূড়ান্ত হয়ে যাবে এবারের লা লিগার ভাগ্য। ৪ রাউন্ড হাতে রেখে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা জিতবে রিয়াল। বার্সা এর পরের রাউন্ড জিতলেও ছুঁতে পারবে না রিয়ালকে। তখন তাদের পয়েন্ট হবে ৮৫। ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জিরোনার মাঠে নামবে বার্সা। আর সমান ম্যাচে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৭১। কাতালান ডার্বি যদি ড্রও হয় তবে শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। কাতালোনিয়ার দুই দল কি পারবে রিয়ালের শিরোপা উৎসব পিছিয়ে দিতে?
তবে এই জিরোনার বিপক্ষে পেরে উঠবে তো বার্সা? এ মৌসুমের দুই দলের প্রথম সাক্ষাতে জাবির দল হেরেছিল ৪-২ গোলে, সেটিও নিজেদের মাঠে। সেই প্রতিশোধ নিয়ে বার্সা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারবে তো রিয়ালের শিরোপা উৎসব? এমন অনেক প্রশ্ন আসছে বটে। তবে রিয়ালের উৎসব কতদিনই বা আর ঠেকিয়ে রাখতে পারবে তারা?
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে