পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে গতকাল বিদায় নেওয়ার হতাশাই এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এমন খারাপ সময়ই আবার বড় দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি। আগামী বছর হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা হয়নি তাদের।
এতে লাভ হয়েছে আতলেতিকো মাদ্রিদের। যদিও গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে তারাও হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আগামী ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে টিকিট পেয়েছে কোচ ডিয়েগো সিমিওনের দল।
প্রথমবারের মতো আগামী বছর যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ইউরোপ থেকে সুযোগ পাবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ৬ টি,৪টি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া এবং উত্তর-মধ্য আমেরিকা মহাদেশ থেকে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের এবং অন্যটি স্বাগতিক দেশের।
টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেদিক থেকেই চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং চেলসির টিকিট নিশ্চিত হয়েছে। এদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পাওয়া দলের তালিকা আজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা। সুযোগ পাওয়া বাকি দলগুলো হচ্ছে—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, পোর্তো এবং ওশেনিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি। আগামী ১ জুন এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লন্ডনে যে দল জিতবে তারাও সুযোগ পাবে ফিফা ক্লাব বিশ্বকাপে।
প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে গতকাল রাতে শেষ আটের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। নিজেদের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নেমে পিএসজির কাছে ৪-১ ব্যবধানের হার দেখেছে কাতালান ক্লাব। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়া আতলেতিকো মাদ্রিদও হার দেখেছে দ্বিতীয় লেগে। সিগন্যাল ইদুনা পার্কে গতকাল ডর্টমুন্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে কোচ ডিয়েগো সিমিওনের দল। দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে হারিয়ে ১১ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাব।
পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে গতকাল বিদায় নেওয়ার হতাশাই এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এমন খারাপ সময়ই আবার বড় দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি। আগামী বছর হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা হয়নি তাদের।
এতে লাভ হয়েছে আতলেতিকো মাদ্রিদের। যদিও গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে তারাও হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আগামী ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে টিকিট পেয়েছে কোচ ডিয়েগো সিমিওনের দল।
প্রথমবারের মতো আগামী বছর যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ইউরোপ থেকে সুযোগ পাবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ৬ টি,৪টি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া এবং উত্তর-মধ্য আমেরিকা মহাদেশ থেকে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের এবং অন্যটি স্বাগতিক দেশের।
টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেদিক থেকেই চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং চেলসির টিকিট নিশ্চিত হয়েছে। এদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পাওয়া দলের তালিকা আজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা। সুযোগ পাওয়া বাকি দলগুলো হচ্ছে—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, পোর্তো এবং ওশেনিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি। আগামী ১ জুন এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লন্ডনে যে দল জিতবে তারাও সুযোগ পাবে ফিফা ক্লাব বিশ্বকাপে।
প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে গতকাল রাতে শেষ আটের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। নিজেদের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নেমে পিএসজির কাছে ৪-১ ব্যবধানের হার দেখেছে কাতালান ক্লাব। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়া আতলেতিকো মাদ্রিদও হার দেখেছে দ্বিতীয় লেগে। সিগন্যাল ইদুনা পার্কে গতকাল ডর্টমুন্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে কোচ ডিয়েগো সিমিওনের দল। দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে হারিয়ে ১১ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাব।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৫ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৬ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৭ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৯ ঘণ্টা আগে