ক্রীড়া ডেস্ক
২০২৪ কোপা আমেরিকায় যে আর্জেন্টাইন কোচদেরই জয়জয়কার দেখা যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে যে আটটি দল উঠেছে, তার অর্ধেক উঠেছে আর্জেন্টাইন কোচদের হাত ধরে। তাদের কৌশলের সঙ্গে যেন প্রতিপক্ষ দলগুলো পেরে উঠছে না।
ব্রাজিল-কলম্বিয়া ও কোস্টারিকা-প্যারাগুয়ে ‘ডি’ গ্রুপের এই দুই ম্যাচ দিয়ে শেষ হয়েছে এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্ব। ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কলম্বিয়া উঠেছে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল উঠেছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে। একই সঙ্গে একটা চক্রও পূর্ণ হলো। যে চার দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করেছে, চারটিরই কোচ আর্জেন্টাইন।
এবারের কোপা আমেরিকায় শিরোপা রক্ষার মিশনে নেমেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে আকাশী-নীলরা উঠল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। গ্রুপ পর্বে তারা হারিয়েছে কানাডা, চিলি, পেরু এই তিন দলকে। লিওনেল স্কালোনির দল টুর্নামেন্টে দিয়েছে ৫ গোল। যার মধ্যে চারটিই করেছেন লাওতারো মার্তিনেজ এবং তিনি এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, উরুগুয়ে, কলম্বিয়া—এই চার গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে একমাত্র আর্জেন্টিনাই টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি। বোঝাই যাচ্ছে, আকাশী-নীলদের রক্ষণভাগ কতটা শক্তিশালী। সঙ্গে তাদের ‘বাজপাখি’ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তো আছেনই। লিওনেল মেসি যে ছন্দে নেই, সেটার অভাব বুঝতে পারছে না আর্জেন্টিনা। এমনকি মেসি ও স্কালোনিকে ছাড়া গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে খেলে আর্জেন্টিনা হেসেখেলে জিতেছে।
গ্রুপ চ্যাম্পিয়ন চার দলের মধ্যে একমাত্র কলম্বিয়ার ৭ পয়েন্ট এবং বাকি তিন দলের পয়েন্ট ৯। যেখানে কলম্বিয়ার গ্রুপে ব্রাজিল ছাড়া কোস্টারিকা, প্যারাগুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে ব্রাজিলকে রুখে দিয়ে যেভাবে নেস্তর লরেনৎসোর কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হলো, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তাতে কলম্বিয়া টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল পাচ্ছে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়েকে।
মার্সেলো বিয়েলসার উরুগুয়ে ‘সি’ গ্রুপে পেয়েছিল পানামা, যুক্তরাষ্ট্র ও বলিভিয়া এই তিন প্রতিপক্ষ। ৯ গোল দিয়ে উরুগুয়ে হজম করেছে এক গোল। ‘বি’ গ্রুপে ভেনেজুয়েলার প্রতিপক্ষ ছিল ইকুয়েডর, মেক্সিকো ও জ্যামাইকা। গ্রুপ পর্বে ভেনেজুয়েলা ৬ গোলের বিপরীতে এক গোল হজম করেছে। গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র কলম্বিয়া হজম করেছে ২ গোল।
২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি | ||
তারিখ | ম্যাচ শুরু (বাংলাদেশ সময়) | |
আর্জেন্টিনা-ইকুয়েডর | ৫ জুলাই | সকাল ৭টা |
ভেনেজুয়েলা-কানাডা | ৬ জুলাই | সকাল ৭টা |
কলম্বিয়া-পানামা | ৬ জুলাই | রাত ৪টা |
ব্রাজিল-উরুগুয়ে | ৭ জুলাই | সকাল ৭টা |
২০২৪ কোপা আমেরিকায় যে আর্জেন্টাইন কোচদেরই জয়জয়কার দেখা যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে যে আটটি দল উঠেছে, তার অর্ধেক উঠেছে আর্জেন্টাইন কোচদের হাত ধরে। তাদের কৌশলের সঙ্গে যেন প্রতিপক্ষ দলগুলো পেরে উঠছে না।
ব্রাজিল-কলম্বিয়া ও কোস্টারিকা-প্যারাগুয়ে ‘ডি’ গ্রুপের এই দুই ম্যাচ দিয়ে শেষ হয়েছে এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্ব। ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কলম্বিয়া উঠেছে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল উঠেছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে। একই সঙ্গে একটা চক্রও পূর্ণ হলো। যে চার দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করেছে, চারটিরই কোচ আর্জেন্টাইন।
এবারের কোপা আমেরিকায় শিরোপা রক্ষার মিশনে নেমেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে আকাশী-নীলরা উঠল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। গ্রুপ পর্বে তারা হারিয়েছে কানাডা, চিলি, পেরু এই তিন দলকে। লিওনেল স্কালোনির দল টুর্নামেন্টে দিয়েছে ৫ গোল। যার মধ্যে চারটিই করেছেন লাওতারো মার্তিনেজ এবং তিনি এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, উরুগুয়ে, কলম্বিয়া—এই চার গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে একমাত্র আর্জেন্টিনাই টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি। বোঝাই যাচ্ছে, আকাশী-নীলদের রক্ষণভাগ কতটা শক্তিশালী। সঙ্গে তাদের ‘বাজপাখি’ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তো আছেনই। লিওনেল মেসি যে ছন্দে নেই, সেটার অভাব বুঝতে পারছে না আর্জেন্টিনা। এমনকি মেসি ও স্কালোনিকে ছাড়া গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে খেলে আর্জেন্টিনা হেসেখেলে জিতেছে।
গ্রুপ চ্যাম্পিয়ন চার দলের মধ্যে একমাত্র কলম্বিয়ার ৭ পয়েন্ট এবং বাকি তিন দলের পয়েন্ট ৯। যেখানে কলম্বিয়ার গ্রুপে ব্রাজিল ছাড়া কোস্টারিকা, প্যারাগুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে ব্রাজিলকে রুখে দিয়ে যেভাবে নেস্তর লরেনৎসোর কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হলো, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তাতে কলম্বিয়া টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল পাচ্ছে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়েকে।
মার্সেলো বিয়েলসার উরুগুয়ে ‘সি’ গ্রুপে পেয়েছিল পানামা, যুক্তরাষ্ট্র ও বলিভিয়া এই তিন প্রতিপক্ষ। ৯ গোল দিয়ে উরুগুয়ে হজম করেছে এক গোল। ‘বি’ গ্রুপে ভেনেজুয়েলার প্রতিপক্ষ ছিল ইকুয়েডর, মেক্সিকো ও জ্যামাইকা। গ্রুপ পর্বে ভেনেজুয়েলা ৬ গোলের বিপরীতে এক গোল হজম করেছে। গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র কলম্বিয়া হজম করেছে ২ গোল।
২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি | ||
তারিখ | ম্যাচ শুরু (বাংলাদেশ সময়) | |
আর্জেন্টিনা-ইকুয়েডর | ৫ জুলাই | সকাল ৭টা |
ভেনেজুয়েলা-কানাডা | ৬ জুলাই | সকাল ৭টা |
কলম্বিয়া-পানামা | ৬ জুলাই | রাত ৪টা |
ব্রাজিল-উরুগুয়ে | ৭ জুলাই | সকাল ৭টা |
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে