২০২৩ সালটা ক্রিস্টিয়ানো রোনালদো কাটিয়েছেন স্বপ্নের মতো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল মিলিয়ে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেছেন রোনালদো। পর্তুগাল, আল নাসরকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। তবু বিদায়ী বছরের বর্ষসেরা দলে জায়গা হয়নি পর্তুগিজ এই ফরোয়ার্ডের।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) গত রাতে ২০২৩-এর ফুটবল দল ঘোষণা করেছে।আইএফএফএইচএসের বর্ষসেরা একাদশে জায়গা পাননি রোনালদো। জায়গা পেয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। গত বছর অম্লমধুর এক সময় কাটিয়েছেন মেসি। সম্পর্কের টানাপোড়েনে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে পাড়ি জমান ইন্টার মায়ামি। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলারের পায়ের জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি।
মেসির সঙ্গে আক্রমণভাগে থাকছেন আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন। ২০২৩ সালে হালান্ড ম্যানচেস্টার সিটির জার্সিতে ট্রেবল জিতেছেন। গত বছর ৫০ গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। এমবাপ্পে, কেইন—দুজনেই সমান ৫২ গোল করে গত বছরের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। মাঝমাঠে আছেন জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা ও রদ্রি। রিয়াল মাদ্রিদে এসে দারুণ ছন্দে আছেন বেলিংহাম।
রক্ষণভাগে আছেন রুবেন দিয়াজ, কিম মিন জে ও আলফোনসো ডেভিস। এর মধ্যে কিম মিন ও ডেভিস—দুজনেই ক্লাব ফুটবলে খেলেন বায়ার্ন মিউনিখের জার্সিতে। আইএফএফএইচএসের বর্ষসেরা দলের গোলরক্ষকের দায়িত্বে ম্যানচেস্টার সিটির এডেরসন। ক্লাবের দিক থেকে সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় ম্যান সিটির। দ্বিতীয় সর্বোচ্চ তিন খেলোয়াড় বায়ার্ন মিউনিখের। একজন করে আছেন রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মায়ামির। আন্তর্জাতিক ফুটবলের হিসেবে সর্বোচ্চ দুই খেলোয়াড় ইংল্যান্ডের। একজন করে আছেন ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম, কানাডা, নরওয়ে ও দক্ষিণ কোরিয়ার।
আইএফএফএইচএস বর্ষসেরা দল:
গোলরক্ষক: এডেরসন (ব্রাজিল, ম্যানচেস্টার সিটি)
রক্ষণভাগ: রুবেন দিয়াজ (পর্তুগাল, ম্যানচেস্টার সিটি), কিম মিন–জে (দক্ষিণ কোরিয়া, বায়ার্ন মিউনিখ), আলফোনসো ডেভিস (কানাডা, বায়ার্ন মিউনিখ)
মাঝমাঠ: জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম, ম্যানচেস্টার সিটি), রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মায়ামি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)
২০২৩ সালটা ক্রিস্টিয়ানো রোনালদো কাটিয়েছেন স্বপ্নের মতো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল মিলিয়ে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেছেন রোনালদো। পর্তুগাল, আল নাসরকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। তবু বিদায়ী বছরের বর্ষসেরা দলে জায়গা হয়নি পর্তুগিজ এই ফরোয়ার্ডের।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) গত রাতে ২০২৩-এর ফুটবল দল ঘোষণা করেছে।আইএফএফএইচএসের বর্ষসেরা একাদশে জায়গা পাননি রোনালদো। জায়গা পেয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। গত বছর অম্লমধুর এক সময় কাটিয়েছেন মেসি। সম্পর্কের টানাপোড়েনে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে পাড়ি জমান ইন্টার মায়ামি। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলারের পায়ের জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি।
মেসির সঙ্গে আক্রমণভাগে থাকছেন আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন। ২০২৩ সালে হালান্ড ম্যানচেস্টার সিটির জার্সিতে ট্রেবল জিতেছেন। গত বছর ৫০ গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। এমবাপ্পে, কেইন—দুজনেই সমান ৫২ গোল করে গত বছরের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। মাঝমাঠে আছেন জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা ও রদ্রি। রিয়াল মাদ্রিদে এসে দারুণ ছন্দে আছেন বেলিংহাম।
রক্ষণভাগে আছেন রুবেন দিয়াজ, কিম মিন জে ও আলফোনসো ডেভিস। এর মধ্যে কিম মিন ও ডেভিস—দুজনেই ক্লাব ফুটবলে খেলেন বায়ার্ন মিউনিখের জার্সিতে। আইএফএফএইচএসের বর্ষসেরা দলের গোলরক্ষকের দায়িত্বে ম্যানচেস্টার সিটির এডেরসন। ক্লাবের দিক থেকে সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় ম্যান সিটির। দ্বিতীয় সর্বোচ্চ তিন খেলোয়াড় বায়ার্ন মিউনিখের। একজন করে আছেন রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মায়ামির। আন্তর্জাতিক ফুটবলের হিসেবে সর্বোচ্চ দুই খেলোয়াড় ইংল্যান্ডের। একজন করে আছেন ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম, কানাডা, নরওয়ে ও দক্ষিণ কোরিয়ার।
আইএফএফএইচএস বর্ষসেরা দল:
গোলরক্ষক: এডেরসন (ব্রাজিল, ম্যানচেস্টার সিটি)
রক্ষণভাগ: রুবেন দিয়াজ (পর্তুগাল, ম্যানচেস্টার সিটি), কিম মিন–জে (দক্ষিণ কোরিয়া, বায়ার্ন মিউনিখ), আলফোনসো ডেভিস (কানাডা, বায়ার্ন মিউনিখ)
মাঝমাঠ: জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম, ম্যানচেস্টার সিটি), রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মায়ামি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৪০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
২ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে