Ajker Patrika

ইন্টার পরীক্ষায় ‘ফেল’ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক    
৭-৬ গোলের রোমাঞ্চকর সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান। ছবি: এএফপি
৭-৬ গোলের রোমাঞ্চকর সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান। ছবি: এএফপি

সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তা-ই হলো বার্সেলোনা-ইন্টার মিলান সেমিফাইনালে। দুই দলই প্রাণপণে চেষ্টা করেছে। যার ফল দুই লেগ মিলিয়ে সেমির স্কোরলাইন, ইন্টার মিলান ৭: বার্সেলোনা ৬। এই মৌসুমে ফাইনালের কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও বার্সেলোনা তেমন একটা হতাশ নয়।

৩-৩ গোলে সমতা নিয়ে গতকাল সানসিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামে ইন্টার মিলান-বার্সেলোনা। লাওতারো মার্তিনেজ ও হাকান ক্যালহানোগলু ২১ ও ৪৫ মিনিটের অতিরিক্ত সময়ে গোল করে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে নেন ইন্টার মিলানকে। সমতায় ফিরতে লেগেছে এরপর বার্সেলোনার লেগেছে ৬ মিনিট। ৫৪ ও ৬০ মিনিটে গোল দুটি করেন এরিক গার্সিয়া ও দানি অলমো। সমতায় ফেরার পর ৮৭ মিনিটে রাফিনিয়ার চমৎকার গোলে এগিয়ে যায় বার্সা। ইন্টার গোলরক্ষক ইয়ান সোমের প্রথমবার আটকে দিলেও ফিরতি সুযোগে বুলেট শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া।

৮৭ মিনিটে ৩-২ গোলে এগিয়ে থাকা বার্সেলোনার জন্য ফাইনাল খেলা তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে ইন্টার ম্যাচ শুরুর আগে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে যে হুংকার ছুড়েছিল, ম্যাচে সেটাই তারা করে দেখিয়েছে। দ্বিতীয় লেগে ৪-৩ গোলে জিতে সিমোন ইনজাগির ইন্টার মিলান উঠে গেল ফাইনালে। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ ফ্লিক বলেন, ‘আমি হতাশ। তবে খেলোয়াড় অথবা তাদের পারফরম্যান্স নিয়ে নয়। তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে এবং সেটা তো দেখাই গেছে। আমরা বাদ পড়ে গিয়েছি। পরের বছর আবারও চেষ্টা করব এবং ক্লাব ও ভক্তদের খুশি করার চেষ্টা করব।’

৮৭ মিনিটে রাফিনিয়ার গোলের পর সান সিরো অনেকটা স্তব্ধ হয়ে যায়। ইন্টার মিলানের ভক্ত-সমর্থকদের কারও কারও চোখে দেখা গেছে পানি। কারণ, ম্যাচের সময় তখন আর বেশি বাকি নেই। তবে ইনজাঘি হয়তো মনে মনে তখন বললেন, ‘পিকচার আভি বাকি হ্যাঁয়।’ ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ইন্টার ডিফেন্ডার ফ্র্যান্সেসকো অ্যাকার্বি বার্সেলোনার রক্ষণ চিড়ে দুর্দান্ত এক গোল করেন। গোলের পর তাঁর জার্সি খুলে উদযাপনই বলে দিচ্ছিল সবকিছু। এরপর অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচের ৯৯ মিনিটে মিডফিল্ডার দাভিদ ফ্রাত্তেসি করেন ইন্টারের চতুর্থ গোল।

পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে ইন্টার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটার প্রশংসা করেছেন ফ্লিক। বার্সেলোনা কোচ বলেন, ‘ইন্টার ভালো খেলেছে। তারা দারুণ দল। তারা রক্ষণে ভালো করেছে। তাদের ভালো স্ট্রাইকার আছে। তারা বলের দখল রেখেছে ভালোভাবে। আমরা তরুণ দল এবং পরিণত হতে হবে। রক্ষণ ও অন্যান্য ব্যাপার নিয়ে কাজ করতে হবে।’

বার্সেলোনার পরের ম্যাচ ১১ মে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ঘণ্টা বেজে যাওয়ায় বার্সা কোচ ফ্লিকের লক্ষ্য এখন ‘এল ক্লাসিকো’ ম্যাচে। বার্সা কোচ বলেন, ‘এই মৌসুম ও তার পরেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। খেলা শেষ এবং আমাদের ঘুরে দাঁড়াতে হবে যেহেতু সামনে ক্লাসিকো আসছে। দলকে আমি জাগিয়ে তুলব।’

৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৬৭ ও ৬১। তারাও খেলেছে ৩৪টি করে ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

মাটির ৩৫ ফুট গভীর গর্তে ২ বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র কার্যকর তফসিল ঘোষণার পর: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

এলাকার খবর
Loading...