Ajker Patrika

একটি পয়েন্ট নিয়ে শেষ করতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ জুন ২০২১, ১৪: ৫৪
একটি পয়েন্ট নিয়ে শেষ করতে চায় বাংলাদেশ

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মাঝমাঠ বলে যেন কিছু নেই বাংলাদেশ দলের। আক্রমণ বলতে যা আছে, সেটা না থাকার মতোই! ওমানের মতো শক্তিশালী দলের বিপক্ষে আজ বাংলাদেশ কোচ জেমি ডে যে ছক কষেছেন, সেটির কেন্দ্রবিন্দুতে শুধু রক্ষণভাগের সেনানীরা।

সেই সেনানীদের মধ্যে জেমির সবচেয়ে বেশি ভরসা যাঁকে নিয়ে—তপু বর্মণ। বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমান দলে একমাত্র গোল করেছেন তিনিই। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার অনুপস্থিতিতে তাঁর হাতেই উঠবে অধিনায়কের আর্মব্যান্ড। আফগানদের বিপক্ষে ড্র পাওয়া গোলসহ আন্তর্জাতিক ম্যাচে চার গোল আছে তপুর। দলকে নেতৃত্ব দেওয়া, রক্ষণ সামলানোর সঙ্গে গোল করারও দায়িত্ব থাকবে এই সেন্টারব্যাকের কাঁধে। র‍্যাঙ্কিংয়ে ৮০ নম্বরে থাকা ওমানের বিপক্ষে একটি অঘটনের স্বপ্নই তাঁর। তপু বলছেন, ‘কাতার-আফগানিস্তানের বিপক্ষে ওমানের খেলা আমরা দেখেছি। ওদের ভুলগুলো নিয়ে কাজ করেছি শেষ কয়দিন। আশা করছি একটা পয়েন্ট পাব।’

ওমানের বিপক্ষে আজ ম্যাচ খেলেই শেষ হচ্ছে বাংলাদেশ দলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব। এরপর এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ পর্বটা বাকি। সেই বাধা টপকাতে পারলে অন্তত এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলতে পারবে বাংলাদেশ। প্লে-অফে জিততে না পারলে আবারও নির্বাসনে থাকতে হবে চার বছর। ২০১৬ সালে ভুটানের কাছে এমন এক ম্যাচ হেরেই দেড় বছর আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে ছিল বাংলাদেশ।

এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বাদ পড়া ১০ দলকে নিয়ে ২০১৬ সালে সলিডারিটি কাপ আয়োজন করেছিল এএফসি। ইচ্ছাকৃতভাবেই সেবার এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরের চার বছর এক সাফ চ্যাম্পিয়নশিপ ছাড়া আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট পায়নি বাংলাদেশ। সুযোগ হয়নি বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ। এবার সলিডারিটি কাপে খেলার ইচ্ছা থাকলেও সুযোগ কেড়ে নিয়েছে করোনা। বাতিল হয়ে গেছে এবারের সলিডারিটি কাপ। তাই প্লে-অফে ভালো করার অনুপ্রেরণা আজ ওমান ম্যাচ থেকেও নিতে পারে বাংলাদেশ।

গত মার্চে কাঠমান্ডুতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হারের পেছনে জেমি ডের পরীক্ষা-নিরীক্ষাকেই দায়ী করেছিল বাফুফে। অভিজ্ঞদের বসিয়ে রেখে নেপালের বিপক্ষে নতুনদের বাজিয়ে দেখেছিলেন ব্রিটিশ কোচ। তিন মাস পর ফেডারেশনকে সেই সমালোচনার জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন জেমি। নিজেদের ভুলে যে হারে কার্ড দেখেছেন জামালরা, তাতে মাঝমাঠ ও আক্রমণভাগে অভিজ্ঞ কাউকে নামানোর সুযোগ একেবারেই নেই বাংলাদেশ কোচের। আফগানিস্তান ম্যাচে চোট পেয়ে দেশে ফিরেছেন সোহেল রানা। ভারত ম্যাচ শেষে ছিটকে গেছেন মাসুক মিয়া জনি। অ্যাটাকিং মিডফিল্ডার বিপলু আহমেদ ও অধিনায়ক জামাল ভূঁইয়া ওমান ম্যাচের বাইরে থাকছেন কার্ড নিষেধাজ্ঞায়। আক্রমণে ভরসা শুধু উইঙ্গার মতিন মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত