নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা হলো আরও ৯ মিনিট। তারপরও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। এবার নিজেদের মাঠে লাস পালমাসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারল হানসি ফ্লিকের দল।
মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও হঠাৎ খেই হারিয়ে ফেলেছে বার্সা। এ নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল কাতালান জায়ান্টরা। সপ্তাহ দুই আগে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হেরেছিল ফ্লিকের দল। সেই ক্ষত তরতাজা থাকতেই ২-২ গোলে ড্র করে বসে সেল্তা ভিগোর মাঠে।
আজ হারল ঘরের সমর্থকদের সামনে। ৪৯ মিনিটে সান্দ্রো রামিরেসের গোলে এগিয়ে যায় লাস পালমাস। পেদ্রির অ্যাসিস্টে ৬১ মিনিটে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ৬ মিনিট পর ফাবিও সিলভার গোলে আবারও এগিয়ে যায় পালমাস। সেই গোল আর শোধ করা হয়নি বার্সার। হারলেও ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট লিগে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ তম স্থানে পালমাস।
বার্সার জন্য এই ম্যাচটি ছিল বিশেষ কিছু। ১২৫ তম জন্মদিন পালনের একদিন পর খেলতে নেমে হারল স্প্যানিশ ক্লাবটি। ১৮৯৯ সালে গঠনের পর ক্লাবটি যে জার্সি পরে খেলতে নেমেছিল আজ সেই স্মৃতিকে স্মরণ করিয়ে দিতে একই ডিজাইন ও রঙের জার্সি পরেছিল বার্সা।
নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা হলো আরও ৯ মিনিট। তারপরও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। এবার নিজেদের মাঠে লাস পালমাসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারল হানসি ফ্লিকের দল।
মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও হঠাৎ খেই হারিয়ে ফেলেছে বার্সা। এ নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল কাতালান জায়ান্টরা। সপ্তাহ দুই আগে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হেরেছিল ফ্লিকের দল। সেই ক্ষত তরতাজা থাকতেই ২-২ গোলে ড্র করে বসে সেল্তা ভিগোর মাঠে।
আজ হারল ঘরের সমর্থকদের সামনে। ৪৯ মিনিটে সান্দ্রো রামিরেসের গোলে এগিয়ে যায় লাস পালমাস। পেদ্রির অ্যাসিস্টে ৬১ মিনিটে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ৬ মিনিট পর ফাবিও সিলভার গোলে আবারও এগিয়ে যায় পালমাস। সেই গোল আর শোধ করা হয়নি বার্সার। হারলেও ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট লিগে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ তম স্থানে পালমাস।
বার্সার জন্য এই ম্যাচটি ছিল বিশেষ কিছু। ১২৫ তম জন্মদিন পালনের একদিন পর খেলতে নেমে হারল স্প্যানিশ ক্লাবটি। ১৮৯৯ সালে গঠনের পর ক্লাবটি যে জার্সি পরে খেলতে নেমেছিল আজ সেই স্মৃতিকে স্মরণ করিয়ে দিতে একই ডিজাইন ও রঙের জার্সি পরেছিল বার্সা।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৬ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে