ফিফা প্রীতি ম্যাচ
অনলাইন ডেস্ক
এক বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে এসেছে মালদ্বীপ। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে কী নাটকীয় জয়ই না পেয়েছিলেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে লড়তে হয়েছিল ১০ জন নিয়েই।
একই ভেন্যুতে আজ সেই জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে মাঠে নামবে বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চিন্তা কি থেকে যাচ্ছে না? এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে লাল-সবুজেরা খেলেছে ৮ ম্যাচ, জিতেছে মাত্র ১টি। সেটিও মাস দুয়েক আগে থিম্পুতে ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে। তবে পরের ম্যাচেই শোধ তোলে স্বাগতিকেরা।
মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ দিয়ে এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে তো বাংলাদেশ? কয়েক দিনের টানা প্রস্তুতিতে জয়ের ধারায় ফেরার বিশ্বাস খুঁজে পেয়েছেন মনে হলো কাবরেরাকে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন শুরুতে, ‘সত্যি আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। প্রথমে কয়েকজন নিয়ে অনুশীলন শুরু করেছিলাম, পরে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা যোগ দেয়। এরপর ফর্টিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা ইতিবাচক ব্যাপার ছিল। আমার চাওয়া, ছেলেরা সমর্থকদের জন্য খেলুক। দায়িত্ব নিয়ে খেলুক এবং ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরম্যান্স করুক।’
বাফুফের সঙ্গে কাবরেরার চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিই তাঁর শেষ। শেষটায় রাঙাতে পারবেন তো স্প্যানিশ কোচ? বাংলাদেশও এ বছর শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। কিংস অ্যারেনায় ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজেরা। প্রীতি ম্যাচ হলেও এ কারণেই হয়তো ম্যাচ দুটিকে আলাদা গুরুত্ব দিচ্ছেন তপু বর্মণ। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘(প্রস্তুতি) খুবই ভালো। কারণ, আমাদের জন্য ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়দের কী কাজ এবং কী করণীয় সেটা কাল (আজ) মাঠে প্রমাণ করতে হবে। ম্যাচের জন্য আমরা যে কৌশল নিয়ে কাজ করেছি, কাল (আজ) আমাদের এটা দেখাতে হবে। সবার প্রতি আমার বিশ্বাস আছে।’
কাবরেরা-তপু যতই প্রস্তুতি ভালো হয়েছে বলুক—প্রীতি ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। সেই ক্ষত নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে লড়াইয়ে ঘুরে দাঁড়াতে তো পারবে তো বাংলাদেশ। তপু সেই নিশ্চয়তা অবশ্য দিয়েছেন, ‘ফর্টিসের সঙ্গে আমরা দুটা ম্যাচ হেরেছি। আমাদের আসলে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল না। আমরা সেখানে ভালো-খারাপ কী করেছি, সেটি নিয়ে কোচ আমাদের সঙ্গে আলোচনা করেছেন। ভালো করেই জানি, ম্যাচে আমাদের কী করতে হবে এবং যে গেমপ্ল্যান আছে সেটা যদি মাঠে দেখাতে পারি নিঃসন্দেহে আমরা জিতব।’
এক বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে এসেছে মালদ্বীপ। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে কী নাটকীয় জয়ই না পেয়েছিলেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে লড়তে হয়েছিল ১০ জন নিয়েই।
একই ভেন্যুতে আজ সেই জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে মাঠে নামবে বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চিন্তা কি থেকে যাচ্ছে না? এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে লাল-সবুজেরা খেলেছে ৮ ম্যাচ, জিতেছে মাত্র ১টি। সেটিও মাস দুয়েক আগে থিম্পুতে ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে। তবে পরের ম্যাচেই শোধ তোলে স্বাগতিকেরা।
মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ দিয়ে এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে তো বাংলাদেশ? কয়েক দিনের টানা প্রস্তুতিতে জয়ের ধারায় ফেরার বিশ্বাস খুঁজে পেয়েছেন মনে হলো কাবরেরাকে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন শুরুতে, ‘সত্যি আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। প্রথমে কয়েকজন নিয়ে অনুশীলন শুরু করেছিলাম, পরে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা যোগ দেয়। এরপর ফর্টিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা ইতিবাচক ব্যাপার ছিল। আমার চাওয়া, ছেলেরা সমর্থকদের জন্য খেলুক। দায়িত্ব নিয়ে খেলুক এবং ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরম্যান্স করুক।’
বাফুফের সঙ্গে কাবরেরার চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিই তাঁর শেষ। শেষটায় রাঙাতে পারবেন তো স্প্যানিশ কোচ? বাংলাদেশও এ বছর শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। কিংস অ্যারেনায় ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজেরা। প্রীতি ম্যাচ হলেও এ কারণেই হয়তো ম্যাচ দুটিকে আলাদা গুরুত্ব দিচ্ছেন তপু বর্মণ। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘(প্রস্তুতি) খুবই ভালো। কারণ, আমাদের জন্য ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়দের কী কাজ এবং কী করণীয় সেটা কাল (আজ) মাঠে প্রমাণ করতে হবে। ম্যাচের জন্য আমরা যে কৌশল নিয়ে কাজ করেছি, কাল (আজ) আমাদের এটা দেখাতে হবে। সবার প্রতি আমার বিশ্বাস আছে।’
কাবরেরা-তপু যতই প্রস্তুতি ভালো হয়েছে বলুক—প্রীতি ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। সেই ক্ষত নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে লড়াইয়ে ঘুরে দাঁড়াতে তো পারবে তো বাংলাদেশ। তপু সেই নিশ্চয়তা অবশ্য দিয়েছেন, ‘ফর্টিসের সঙ্গে আমরা দুটা ম্যাচ হেরেছি। আমাদের আসলে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল না। আমরা সেখানে ভালো-খারাপ কী করেছি, সেটি নিয়ে কোচ আমাদের সঙ্গে আলোচনা করেছেন। ভালো করেই জানি, ম্যাচে আমাদের কী করতে হবে এবং যে গেমপ্ল্যান আছে সেটা যদি মাঠে দেখাতে পারি নিঃসন্দেহে আমরা জিতব।’
বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনা এখন বেশি চলছে। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন। কানাডাপ্রবাসী সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা গেছে।
৩৪ মিনিট আগেহারার আগে হারে না রিয়াল মাদ্রিদ। রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলার উপায় নেই যে তারা জিতবে নাকি হারবে। তবে এবার তাদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারে রিয়াল। সেমিফাইনালে উঠতে হলে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে।
১ ঘণ্টা আগেমুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে তখন পাঞ্জাব কিংসের বাঁধভাঙা উদযাপন। ক্রিকেটার, সত্ত্বাধিকারী প্রীতি জিনতা, দর্শক—সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাঁরা যুদ্ধ জয় করেছেন। মার্কো ইয়ানসেনকে ঘিরে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন আন্দ্রে রাসেলকে ঘিরে ধরে হতাশা।
২ ঘণ্টা আগেআর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ৩-০ গোলে হেরে অনেকটাই পিছিয়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে আজ অসম্ভবকে সম্ভব করতে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের অপর ম্যাচে ইন্টার মিলান খেলবে বায়ার্ন
৩ ঘণ্টা আগে