Ajker Patrika

হামজাদের জার্সি বাণিজ্যিকভাবে বিক্রি করবে বাফুফে

অনলাইন ডেস্ক
হামজাদের জার্সি বিক্রি করবে বাফুফে। ছবি: সংগৃহীত
হামজাদের জার্সি বিক্রি করবে বাফুফে। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর কারণে ফুটবল অঙ্গনে ব্র‍্যান্ডভ্যালু বেড়েছে বাংলাদেশের। যা কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশের জার্সি বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নারী ফুটবলে চলমান ইস্যু নিয়ে অনেকটা ‘দৌড়ের’ ওপর বাফুফে। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জটিলতা নিরসন করতে পারেনি তারা। এর মধ্যেই কিট স্পনসর হিসেবে ‘দৌড়’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দুই বছরের চুক্তি করল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল সেই চুক্তির কথা জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বললেন, ‘আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা বাংলাদেশের ব্র্যান্ডের জার্সি পরে খেলি, এটা অন্য দেশ ও ক্লাবগুলোকেও জানাব। আমরা সামনে জার্সি বাণিজ্যিকভাবে বিক্রি করব। সেটা অনলাইন বা রিটেইল (খুচরা) দুভাবেই।’

২০২০ সালে যাত্রা শুরু হয় দৌড়ের। কিন্তু সেভাবে এখনো দেশের মধ্যে পরিচিতি লাভ করেনি প্রতিষ্ঠানটি। তাই এমন এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাওয়া নিয়ে বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘আমরা তাদের সক্ষমতা, আগ্রহ, যোগ্যতা সকল কিছুই যাচাই-বাছাই করেছি। আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপস করিনি। গত দুই মাস নারী দল ও একটি ক্লাব এই জার্সি পরে ইতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে। দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পর পর্যালোচনার ভিত্তিতে পরের বছরের সিদ্ধান্ত হবে।’

চুক্তির আওতায় জাতীয় দলসহ বয়সভিত্তিক দলগুলোকেও কিট সামগ্রী দেবে দৌড়। জাতীয় দলের জার্সির ডিজাইন নিয়ে দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম বলেন, ‘জার্সির ডিজাইন নিয়ে বাংলাদেশ বংশোদ্ভূত একজন প্রবাসী ডিজাইনার কাজ করছেন। জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হবে। বিষয়টা সারপ্রাইজ হয়ে থাকুক এখন।’

২৬ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে দৌড়ের ডিজাইন করা জার্সি পরেই আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত