ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।
ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে