ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।
ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
১ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
২ ঘণ্টা আগেআন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
৩ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
৪ ঘণ্টা আগে