ক্রীড়া ডেস্ক
শিরোনামে আসতে না পারলে যেন ভালোই লাগে না হোসে মরিনহোর। লাল কার্ড দেখা যে তাঁর কাছে খুবই স্বাভাবিক ঘটনা। তারপর সেটা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়েন না ৬১ বছর বয়সী এই পর্তুগিজ।
বর্তমানে মরিনহো তুরস্কের ফেনারবাচ ক্লাবের কোচ হিসেবে আছেন। ক্লাবটির ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের রেফারি ক্লেমঁ তুরপিঁকে নিয়ে পরে রসিকতা করেন মরিনহো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে মরিনহো বলেন, ‘তিনি (রেফারি) অবিশ্বাস্য একটা কথা আমাদের বলেছেন। একই সময়ে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে আমার আচরণেও চোখ রেখেছেন তিনি। আসলেই তিনি অবিশ্বাস্য।এমন দৃষ্টিশক্তির জন্য অভিনন্দন।’
রেফারিকে খোঁচা মারার লক্ষ্য নিয়েই ম্যাচ শেষে কথা বলার চিন্তা করেছিলেন মরিনহো। পর্তুগিজ এই কোচ বলেন, ‘যে ম্যাচ ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে চলছিল, তার একটা চোখ ছিল পেনাল্টির ওপর এবং আরেক চোখ দিয়ে নজর রেখেছেন বেঞ্চে আমার আচার–আচরণের দিকে। এমন ব্যাখ্যাই আমাকে দিয়েছেন। এ কারণেই সে বিশ্বের অন্যতম সেরা রেফারি।’
ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের সময় তখন এক ঘণ্টাও পেরোয়নি। সেই মুহূর্তে লাল কার্ড দেখেন মরিনহো। কারণ ফেনেরবাচের পেনাল্টির দাবি নাকচ করে দেন ফরাসি রেফারি তুরপিঁ। তৎক্ষণাৎ তাঁর সঙ্গে কথা–কাটাকাটিতে জড়িয়ে পড়েন মরিনহো। ফল হিসেবে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় পর্তুগিজ কোচকে।
শিরোনামে আসতে না পারলে যেন ভালোই লাগে না হোসে মরিনহোর। লাল কার্ড দেখা যে তাঁর কাছে খুবই স্বাভাবিক ঘটনা। তারপর সেটা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়েন না ৬১ বছর বয়সী এই পর্তুগিজ।
বর্তমানে মরিনহো তুরস্কের ফেনারবাচ ক্লাবের কোচ হিসেবে আছেন। ক্লাবটির ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের রেফারি ক্লেমঁ তুরপিঁকে নিয়ে পরে রসিকতা করেন মরিনহো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে মরিনহো বলেন, ‘তিনি (রেফারি) অবিশ্বাস্য একটা কথা আমাদের বলেছেন। একই সময়ে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে আমার আচরণেও চোখ রেখেছেন তিনি। আসলেই তিনি অবিশ্বাস্য।এমন দৃষ্টিশক্তির জন্য অভিনন্দন।’
রেফারিকে খোঁচা মারার লক্ষ্য নিয়েই ম্যাচ শেষে কথা বলার চিন্তা করেছিলেন মরিনহো। পর্তুগিজ এই কোচ বলেন, ‘যে ম্যাচ ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে চলছিল, তার একটা চোখ ছিল পেনাল্টির ওপর এবং আরেক চোখ দিয়ে নজর রেখেছেন বেঞ্চে আমার আচার–আচরণের দিকে। এমন ব্যাখ্যাই আমাকে দিয়েছেন। এ কারণেই সে বিশ্বের অন্যতম সেরা রেফারি।’
ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের সময় তখন এক ঘণ্টাও পেরোয়নি। সেই মুহূর্তে লাল কার্ড দেখেন মরিনহো। কারণ ফেনেরবাচের পেনাল্টির দাবি নাকচ করে দেন ফরাসি রেফারি তুরপিঁ। তৎক্ষণাৎ তাঁর সঙ্গে কথা–কাটাকাটিতে জড়িয়ে পড়েন মরিনহো। ফল হিসেবে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় পর্তুগিজ কোচকে।
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
২ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৩ ঘণ্টা আগে