সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। দলবদল নিয়ে এখনো স্বস্তির কোনো খবর পাননি ‘সিআর সেভেন’। নতুন কোনো ক্লাবেরও তাঁকে নিয়ে আগ্রহের কথা শোনা যাচ্ছে না। এর মাঝে বিব্রত হওয়ার মতোই আরেকটি খবর পেলেন পর্তুগিজ মহাতারকা। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো। এ তালিকায় রোনালদোকে সঙ্গ দিচ্ছেন তাঁর ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের।
অফকমের এক গবেষণায় দেখা গেছে, গত মৌসুমের প্রথম অর্ধে ২.৩ মিলিয়ন (২০ লাখ ৩০ হাজার) টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই বাজে মন্তব্যগুলোর অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, যাঁদের ৮ জনই আবার ম্যান ইউনাইটেডের। তবে আশার ব্যাপার হচ্ছে, অ্যালান টুরিং ইনস্টিটিউটের এই গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ সমর্থকই দায়িত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা বাজে মন্তব্য নিয়ে অফকম গ্রুপের পরিচালক কেভিন বাখর্স্ট বলেছেন, ‘এই ফলাফলগুলো সুন্দর খেলাটির অন্ধকার দিককেই তুলে ধরে। খেলা কিংবা বৃহত্তর সমাজে অনলাইন অপব্যবহারের কোনো স্থান নেই। এটা মোকাবিলা করার জন্য দলীয় প্রচেষ্টা দরকার।’
একই গবেষণায় দেখা গেছে, ১৩ আগস্ট ২০২১ থেকে ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত সবচেয়ে বেশি বাজে মন্তব্য শুনতে হয়েছে রোনালদোকে। এই সময়ের মধ্যে রোনালদোকে নিয়ে ১২ হাজার ৫২০টি বাজে মন্তব্য করা হয়েছে। রোনালদোর পরেই এই তালিকায় আছেন তাঁর ক্লাব সতীর্থ ম্যাগুয়ের। তাঁকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি। ৩ নম্বরে আছেন মার্কোস র্যাশফোর্ড, যাকে নিয়ে ২ হাজার ৫৫৭টি বাজে মন্তব্য করা হয়েছে।
সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। দলবদল নিয়ে এখনো স্বস্তির কোনো খবর পাননি ‘সিআর সেভেন’। নতুন কোনো ক্লাবেরও তাঁকে নিয়ে আগ্রহের কথা শোনা যাচ্ছে না। এর মাঝে বিব্রত হওয়ার মতোই আরেকটি খবর পেলেন পর্তুগিজ মহাতারকা। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো। এ তালিকায় রোনালদোকে সঙ্গ দিচ্ছেন তাঁর ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের।
অফকমের এক গবেষণায় দেখা গেছে, গত মৌসুমের প্রথম অর্ধে ২.৩ মিলিয়ন (২০ লাখ ৩০ হাজার) টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই বাজে মন্তব্যগুলোর অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, যাঁদের ৮ জনই আবার ম্যান ইউনাইটেডের। তবে আশার ব্যাপার হচ্ছে, অ্যালান টুরিং ইনস্টিটিউটের এই গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ সমর্থকই দায়িত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা বাজে মন্তব্য নিয়ে অফকম গ্রুপের পরিচালক কেভিন বাখর্স্ট বলেছেন, ‘এই ফলাফলগুলো সুন্দর খেলাটির অন্ধকার দিককেই তুলে ধরে। খেলা কিংবা বৃহত্তর সমাজে অনলাইন অপব্যবহারের কোনো স্থান নেই। এটা মোকাবিলা করার জন্য দলীয় প্রচেষ্টা দরকার।’
একই গবেষণায় দেখা গেছে, ১৩ আগস্ট ২০২১ থেকে ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত সবচেয়ে বেশি বাজে মন্তব্য শুনতে হয়েছে রোনালদোকে। এই সময়ের মধ্যে রোনালদোকে নিয়ে ১২ হাজার ৫২০টি বাজে মন্তব্য করা হয়েছে। রোনালদোর পরেই এই তালিকায় আছেন তাঁর ক্লাব সতীর্থ ম্যাগুয়ের। তাঁকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি। ৩ নম্বরে আছেন মার্কোস র্যাশফোর্ড, যাকে নিয়ে ২ হাজার ৫৫৭টি বাজে মন্তব্য করা হয়েছে।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১০ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে