Ajker Patrika

বল গ্যালারিতে পাঠিয়ে লাল কার্ড দেখার পর মরিনহোর রসিকতা

বল গ্যালারিতে পাঠিয়ে লাল কার্ড দেখার পর মরিনহোর রসিকতা

খ্যাপাটে কোচদের সংক্ষিপ্ত তালিকা করলে ওপরের সারিতেই থাকার কথা হোসে মরিনহোর। বিতর্ক ছাড়া যেন চলেই না তাঁর। 

ম্যাচের ফল কিংবা রেফারির সিদ্ধান্ত নিজ দলের পক্ষে না গেলে মরিনহো হয়ে পড়েন ‘বুনো ষাঁড়’। সেটির নজির দেখা গেল আরেকবার। 

ইতালিয়ান সিরি ‘আ’-তে পরশু রাতে ভেরোনার বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগআউট থেকে উঠে এসে বলে লাথি মারেন মরিনহো। পাঠিয়ে দেন গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে। এ ঘটনায় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় এএস রোমা কোচকে। 

বহিষ্কার হয়ে ক্ষোভে ফেটে পড়া মরিনহো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেননি। এ নিয়ে পরে অবশ্য রসিকতা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

করোনা ও চোটে বিপর্যস্ত রোমা ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে। মরিনহো যদিও ফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না। 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ফোন কল করার মতো ভঙ্গি করেন ৫৯ বছর বয়সী মরিনহো। ম্যাচে রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় তাঁর। যার চূড়ান্ত পরিণতি দেখা যায় শেষ বাঁশি বাজার আগমুহূর্তে। 

বলে লাথি মেরে স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে পাঠান মরিনহো। রেফারি তাঁকে বহিষ্কার করেন লাল কার্ড দেখিয়ে। 

ঘরে ফিরে মরিনহো ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি এই মানুষদের (রোমা সমর্থকদের) ভালোবাসি এবং তাদের জন্য লড়াই করি। বলটি তাদের উপহার দিয়েছি। আমি আজ (পরশু) কোনো কথা বলিনি। মনে হয়েছে এর চেয়ে বাড়ি ফিরে ডিনার করা ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত