Ajker Patrika

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৮: ০৭
বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি

৩৬ বছর পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের বিশ্বকাপ জয়ে খুশি বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকেরাও। কাতার বিশ্বকাপে লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন বাংলাদেশি সমর্থকেরা।

সমর্থন দেওয়ার জন্য বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এর আগে টুইটারেও বাংলাদেশের পতাকা দিয়ে পোস্ট দিয়েছিল দলটির ফেডারেশন। বিশ্বকাপ জয়ের পর দলটির টুইটারে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিল আর্জেন্টিনা। 

এবার বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবার্দির মাধ্যমে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। গতকাল এমনটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ক্লারিন। 

আনুষ্ঠানিক ধন্যবাদ জানাতে গতকাল গাবার্দিকে নিজের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন তাপিয়া। দুজনের মধ্যে ২০ মিনিটের মতো আলোচনা হয়। বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাতাল সমর্থন তুলে ধরেছেন গাবার্দি। এ ছাড়া আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। 

সবকিছু শোনার পর তাপিয়া ধন্যবাদ দিয়েছেন বলে জানিয়েছেন গাবার্দি। তিনি বলেছেন, ‘ক্লদিও তাপিয়া টুর্নামেন্ট চলাকালীন আর্জেন্টিনাকে নিরন্তর সমর্থনের জন্য এবং ঢাকার রাস্তার পাশাপাশি অন্যান্য শহরেও উচ্ছ্বাস প্রকাশের জন্য বাংলাদেশের সব মানুষের কাছে জাতীয় দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’ 

২০১১ সালে নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে এসেছিল আর্জেন্টিনা। দলটিকে আবারও আনার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা। শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়েতেও কূটনৈতিক প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। 

সংবাদ সংস্থা তেলেমকে সাদিয়া বলেছেন, ‘মেসিকে বাংলাদেশে আনতে চাই। এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশে একটা ম্যাচ আয়োজন করতে চাই। মেসি সেখানে খুবই জনপ্রিয় ফুটবলার। ফুটবলের জন্য আমরা আর্জেন্টাইনদের ভালোবাসি। তাঁকে আমাদের দেশে নিয়ে যাওয়াটা হবে সম্মানের ব্যাপার।’ 

১৯৮৩ সালে মালয়েশিয়া মারদেকা কাপ টুর্নামেন্টের একটি ছবিও ছাপিয়েছে ক্লারিন। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার বিপক্ষেই একমাত্র ম্যাচটি খেলেছিল বাংলাদেশ। জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার থাকলেও ম্যাচটি অবশ্য আর্জেন্টিনার জাতীয় দল ছিল না। বুয়েনস এইরেস একাদশ নামে খেলে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তারা। 

কুয়ালালামপুরের ম্যাচটিতে ৫-২ গোলে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেছিলেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও শেখ মোহাম্মদ আসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত