ক্রীড়া ডেস্ক
চোটের সঙ্গে নেইমারের লড়াই দীর্ঘদিনের। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—চোটে পড়ে প্রায়ই তাঁকে থাকতে হয় দলের বাইরে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড তাই অধিকাংশ সময় কোচের পরিকল্পনার বাইরে থাকেন। এমন অবস্থার মধ্যেও নেইমারকে নিয়ে আশাবাদী নতুন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি এ বছরের ২৬ মে ব্রাজিলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন। নতুন কোচের অধীনে জুনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। এদিকে ২৩তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছরের জুনে শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এমন অবস্থায় তাঁর ফিট থাকা জরুরি মনে করছেন আনচেলত্তি। কনমেবল ওয়েবসাইটে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেন, ‘আমি তার (নেইমার) সঙ্গে কথা বলেছি। সে আমাদের জাতীয় দল ও বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ভালোমতো প্রস্তুত হতে হবে। তার হাতে এখনো সময় আছে।’
প্রতিযোগিতামূলক ফুটবলে নেইমার সবশেষ খেলেছেন ১ জুন সান্তোসের হয়ে। বোতাফোগোর বিপক্ষে সিরি ‘আ’-এর ম্যাচে তিনি খেলতে পেরেছেন ৭৬ মিনিট। এরপর ৮ জুন করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের হিসেব করলে সেক্ষেত্রে আরও পেছনে তাকাতে হবে। ২০২৩ সালের ১৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর ব্রাজিলের জার্সিতে আর খেলা হয়নি তাঁর। ফুটবল বিশ্বকাপ শুরু হতে যখন এক বছরও বাকি নেই, এমন অবস্থায় নেইমারকে প্রস্তুত হতে মাঠে বেশি সময় দিতে হবে বলে মনে করেন আনচেলত্তি। ব্রাজিলের নতুন কোচ বলেন, ‘তার সঙ্গে আমার কথা হয়েছে। তাকে ভালো মতো প্রস্তুত হতে হবে। কারণ, সে ব্রাজিল জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এক গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন তিন গোলে। এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল।
আল হিলাল চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ক্লাবে ফিরলেও বিভিন্ন কারণে নিয়মিত হতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড। ফেরার পর সান্তোসের হয়ে ১২ ম্যাচে করেছেন ৩ গোল। অ্যাসিস্টও করেছেন ৩ গোলে। শৈশবের ক্লাবে ফিরে জিতেছেন ৬ ম্যাচ। চার ম্যাচ হেরেছেন। অপর দুই ম্যাচ ড্র হয়েছে।
আরও পড়ুন:
চোটের সঙ্গে নেইমারের লড়াই দীর্ঘদিনের। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—চোটে পড়ে প্রায়ই তাঁকে থাকতে হয় দলের বাইরে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড তাই অধিকাংশ সময় কোচের পরিকল্পনার বাইরে থাকেন। এমন অবস্থার মধ্যেও নেইমারকে নিয়ে আশাবাদী নতুন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি এ বছরের ২৬ মে ব্রাজিলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন। নতুন কোচের অধীনে জুনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। এদিকে ২৩তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছরের জুনে শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এমন অবস্থায় তাঁর ফিট থাকা জরুরি মনে করছেন আনচেলত্তি। কনমেবল ওয়েবসাইটে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেন, ‘আমি তার (নেইমার) সঙ্গে কথা বলেছি। সে আমাদের জাতীয় দল ও বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ভালোমতো প্রস্তুত হতে হবে। তার হাতে এখনো সময় আছে।’
প্রতিযোগিতামূলক ফুটবলে নেইমার সবশেষ খেলেছেন ১ জুন সান্তোসের হয়ে। বোতাফোগোর বিপক্ষে সিরি ‘আ’-এর ম্যাচে তিনি খেলতে পেরেছেন ৭৬ মিনিট। এরপর ৮ জুন করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের হিসেব করলে সেক্ষেত্রে আরও পেছনে তাকাতে হবে। ২০২৩ সালের ১৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর ব্রাজিলের জার্সিতে আর খেলা হয়নি তাঁর। ফুটবল বিশ্বকাপ শুরু হতে যখন এক বছরও বাকি নেই, এমন অবস্থায় নেইমারকে প্রস্তুত হতে মাঠে বেশি সময় দিতে হবে বলে মনে করেন আনচেলত্তি। ব্রাজিলের নতুন কোচ বলেন, ‘তার সঙ্গে আমার কথা হয়েছে। তাকে ভালো মতো প্রস্তুত হতে হবে। কারণ, সে ব্রাজিল জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এক গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন তিন গোলে। এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল।
আল হিলাল চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ক্লাবে ফিরলেও বিভিন্ন কারণে নিয়মিত হতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড। ফেরার পর সান্তোসের হয়ে ১২ ম্যাচে করেছেন ৩ গোল। অ্যাসিস্টও করেছেন ৩ গোলে। শৈশবের ক্লাবে ফিরে জিতেছেন ৬ ম্যাচ। চার ম্যাচ হেরেছেন। অপর দুই ম্যাচ ড্র হয়েছে।
আরও পড়ুন:
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
২২ মিনিট আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
২ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৩ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৫ ঘণ্টা আগে