Ajker Patrika

মেসির মায়ামিকে বিশ্বকাপে আমন্ত্রণ জানাতে যাচ্ছে ফিফা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৮: ২০
মেসির মায়ামিকে বিশ্বকাপে আমন্ত্রণ জানাতে যাচ্ছে ফিফা

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। ৩২ দল নিয়ে নতুনভাবে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটিতে আমন্ত্রণ জানাতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আজ নিজেদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা। 

মূলত মেসির মতো এক মহাতারকাকে খেলতে দিয়ে টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে চায় ফিফা। আগামী বছরের ১৫ জুন থেকে ক্লাব বিশ্বকাপ শুরুর সম্ভাবনা আছে। 

এমএলএস মৌসুমের সেরা দল হিসেবে মায়ামিকে আমন্ত্রণ জানাবে ফিফা। কদিন আগে যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম শিরোপা ‘সাপোর্টার শিল্ড’ জিতেছেন মেসিরা। কোটা পদ্ধতিতে আয়োজক দেশের ক্লাবটিকে টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেবে ফিফা। শুধু মায়ামি নয়, কনকাকাফ অঞ্চলের চারটি দল কোটায় খেলবে ক্লাব বিশ্বকাপে। তবে কোন মানদণ্ডে অতিথি দলকে তারা খেলতে দেবে, সেটি এখনো স্পষ্ট করেনি ফিফা। 

তবে মার্কা নিশ্চিত হয়েছে, এমএলএসের মূল চ্যাম্পিয়নের অপেক্ষায় না থেকে রেগুলার লিগ চ্যাম্পিয়ন কোটায় মায়ামিকে খেলার সুযোগ দেবে মার্কা।

আগামী ক্লাব বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। অংশ নেবে ছয়টি কনফেডারেশনের ৩২টি ক্লাব। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ব্যস্ত সূচি ও আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা না থাকায় অনেক ইউরোপিয়ান ক্লাব নতুনরূপে হাজির হতে যাওয়া এই বিশ্বকাপে খেলবে না। অবশ্য ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩০ দলের তালিকাও প্রকাশ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদ আখতারকে একহাত নিলেন লাকি আলী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ