ক্রীড়া ডেস্ক
বিতর্কের সঙ্গে হোসে মরিনহো চলেন সমান্তরালে। কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে তিনি আলোচনায় আসবেনই। টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে গত রাতে এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের নাক টিপে দিলেন মরিনহো।
ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে ফেনারবাচে গত রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। ইস্তাম্বুল ডার্বির ম্যাচের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন আর মাথা ঠাণ্ডা রাখতে পারেননি ফেনারবাচে কোচ মরিনহো। গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে মরিনহো টিপে ধরেন। বুরুকের পেছন থেকে হাত বাড়িয়ে মরিনহোর নাক ধরার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বুরুক। এমন পরিস্থিতিতে মরিনহোকে সরিয়ে নিয়েছেন অন্যান্যরা।
মরিনহো কী করেছেন, ম্যাচ শেষে সেটা বর্ণনা করেছেন গ্যালাতাসারাই কোচ বুরুক। গ্যালাতাসারাই কোচ বলেন, ‘যাওয়ার সময় পেছন দিক থেকে এসে আমার নাক চিপে দিয়েছেন তিনি। একটু দাগ পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো কিছু নয়। আমি বাড়িয়ে কিছু বলব না। কিন্তু এটা গর্ব করে বলার মতো কিছু নয়।’
মরিনহোর ঘটনায় ক্ষোভ ঝেরেছেন গ্যালাতাসারাইয়ের সহসভাপতি মেরিন ওজতুর্ক। তুর্কি ক্লাবটির সহসভাপতি বলেন, ‘প্রথমে মৌখিকভাবে, তারপর শারীরিকভাবে বুরুককে আঘাত করেন। আমি বুঝতে পারছি না তিনি (মরিনহো) এত সাহস কোত্থেকে পান। তুরস্ককে কী মনে করছেন তিনি?’
উত্তপ্ত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফেনারবাচেকে ২–১ গোলে হারিয়েছে গ্যালাতাসারাই। ভিক্টর ওসিমেনের জোড়া গোলে ৩০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় গ্যালাতাসারাই। যার মধ্যে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওসিমেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান ফেনারবাচের মিডফিল্ডার সেবাস্তিয়ান জিমানস্কি।
ফেনারবাচে-গ্যালাতাসারাই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিন ফুটবলার। তিন ফুটবলারের দুই জন গালাতাসারাইয়ের এবং অপরজন ফেনারবাচের। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে সংঘর্ষে জড়িয়েই তিন ফুটবলার লাল কার্ড দেখেছেন।
বিতর্কের সঙ্গে হোসে মরিনহো চলেন সমান্তরালে। কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে তিনি আলোচনায় আসবেনই। টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে গত রাতে এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের নাক টিপে দিলেন মরিনহো।
ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে ফেনারবাচে গত রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। ইস্তাম্বুল ডার্বির ম্যাচের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন আর মাথা ঠাণ্ডা রাখতে পারেননি ফেনারবাচে কোচ মরিনহো। গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে মরিনহো টিপে ধরেন। বুরুকের পেছন থেকে হাত বাড়িয়ে মরিনহোর নাক ধরার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বুরুক। এমন পরিস্থিতিতে মরিনহোকে সরিয়ে নিয়েছেন অন্যান্যরা।
মরিনহো কী করেছেন, ম্যাচ শেষে সেটা বর্ণনা করেছেন গ্যালাতাসারাই কোচ বুরুক। গ্যালাতাসারাই কোচ বলেন, ‘যাওয়ার সময় পেছন দিক থেকে এসে আমার নাক চিপে দিয়েছেন তিনি। একটু দাগ পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো কিছু নয়। আমি বাড়িয়ে কিছু বলব না। কিন্তু এটা গর্ব করে বলার মতো কিছু নয়।’
মরিনহোর ঘটনায় ক্ষোভ ঝেরেছেন গ্যালাতাসারাইয়ের সহসভাপতি মেরিন ওজতুর্ক। তুর্কি ক্লাবটির সহসভাপতি বলেন, ‘প্রথমে মৌখিকভাবে, তারপর শারীরিকভাবে বুরুককে আঘাত করেন। আমি বুঝতে পারছি না তিনি (মরিনহো) এত সাহস কোত্থেকে পান। তুরস্ককে কী মনে করছেন তিনি?’
উত্তপ্ত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফেনারবাচেকে ২–১ গোলে হারিয়েছে গ্যালাতাসারাই। ভিক্টর ওসিমেনের জোড়া গোলে ৩০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় গ্যালাতাসারাই। যার মধ্যে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওসিমেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান ফেনারবাচের মিডফিল্ডার সেবাস্তিয়ান জিমানস্কি।
ফেনারবাচে-গ্যালাতাসারাই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিন ফুটবলার। তিন ফুটবলারের দুই জন গালাতাসারাইয়ের এবং অপরজন ফেনারবাচের। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে সংঘর্ষে জড়িয়েই তিন ফুটবলার লাল কার্ড দেখেছেন।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক পর্তুগাল, স্পেন ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। গত ৫ মার্চ অনুষ্ঠিত ফিফা কাউন্সিলে বিশ্বকাপের দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো...
১১ ঘণ্টা আগেআইপিএলের মাঝপথেই ধাক্কা খেল গুজরাট টাইটান্স। দলটির হয়ে পুরো মৌসুম খেলার কথা ছিল কাগিসো রাবাদার। কিন্তু দুই ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তিনি। ফিরবেন কবে তা জানানো হয়নি।
১১ ঘণ্টা আগেহামজা চৌধুরীর আগমনে প্রবাসী ফুটবলারদের নিয়ে বেড়েছে উন্মাদনা। জাতীয় ফুটবল দলের পাশাপাশি এর ছাপ পড়েছে বয়সভিত্তিক ফুটবলেও। সাফ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিতে আজ বাফুফের অধীনে ট্রায়াল দিয়েছেন দুই প্রবাসী ফুটবলার এলমান মতিন ও আব্দুল কাদির।
১২ ঘণ্টা আগেবাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসি ইভেন্ট থেকে শুরু করে দ্বিপক্ষীয় সিরিজ—সবখানেই তাদের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। ঘরের মাঠ, বিদেশের মাঠ-কোথাও প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না পাকিস্তান...
১৬ ঘণ্টা আগে