Ajker Patrika

প্রতিপক্ষ কোচের নাক টিপে মরিনহোর বিতর্কিত কাণ্ড

ক্রীড়া ডেস্ক    
প্রতিপক্ষ কোচের নাক টিপে দিলেন হোসে মরিনহো। ছবি: এএফপি
প্রতিপক্ষ কোচের নাক টিপে দিলেন হোসে মরিনহো। ছবি: এএফপি

বিতর্কের সঙ্গে হোসে মরিনহো চলেন সমান্তরালে। কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে তিনি আলোচনায় আসবেনই। টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে গত রাতে এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের নাক টিপে দিলেন মরিনহো।

ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে ফেনারবাচে গত রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে। ইস্তাম্বুল ডার্বির ম্যাচের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন আর মাথা ঠাণ্ডা রাখতে পারেননি ফেনারবাচে কোচ মরিনহো। গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে মরিনহো টিপে ধরেন। বুরুকের পেছন থেকে হাত বাড়িয়ে মরিনহোর নাক ধরার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বুরুক। এমন পরিস্থিতিতে মরিনহোকে সরিয়ে নিয়েছেন অন্যান্যরা।

মরিনহো কী করেছেন, ম্যাচ শেষে সেটা বর্ণনা করেছেন গ্যালাতাসারাই কোচ বুরুক। গ্যালাতাসারাই কোচ বলেন, ‘যাওয়ার সময় পেছন দিক থেকে এসে আমার নাক চিপে দিয়েছেন তিনি। একটু দাগ পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো কিছু নয়। আমি বাড়িয়ে কিছু বলব না। কিন্তু এটা গর্ব করে বলার মতো কিছু নয়।’

মরিনহোর ঘটনায় ক্ষোভ ঝেরেছেন গ্যালাতাসারাইয়ের সহসভাপতি মেরিন ওজতুর্ক। তুর্কি ক্লাবটির সহসভাপতি বলেন, ‘প্রথমে মৌখিকভাবে, তারপর শারীরিকভাবে বুরুককে আঘাত করেন। আমি বুঝতে পারছি না তিনি (মরিনহো) এত সাহস কোত্থেকে পান। তুরস্ককে কী মনে করছেন তিনি?’

উত্তপ্ত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফেনারবাচেকে ২–১ গোলে হারিয়েছে গ্যালাতাসারাই। ভিক্টর ওসিমেনের জোড়া গোলে ৩০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় গ্যালাতাসারাই। যার মধ্যে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওসিমেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান ফেনারবাচের মিডফিল্ডার সেবাস্তিয়ান জিমানস্কি।

ফেনারবাচে-গ্যালাতাসারাই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিন ফুটবলার। তিন ফুটবলারের দুই জন গালাতাসারাইয়ের এবং অপরজন ফেনারবাচের। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে সংঘর্ষে জড়িয়েই তিন ফুটবলার লাল কার্ড দেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত