ক্রীড়া ডেস্ক
‘যুদ্ধ ও শত্রুতা ভুলে অস্ত্র তুলে রাখুন, ভোট হোক। আমরা আনন্দে বাঁচতে চাই। গোলাগুলি বন্ধ করুন’—২০০৫ সালে আইভরি কোস্টকে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট এনে দিয়ে যুদ্ধ থামাতে দেশবাসীর কাছে এই আহ্বান করেছিলেন দিদিয়ের দ্রগবা। আইভরিয়ানরা তাঁর কথা শুনেছিলেন। থেমে গিয়েছিল দেশটিতে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধ।
ফুটবলারের আহ্বানে যুদ্ধবিরতি ইতিহাসেরই বিরল ঘটনা। সেটি করে দেখিয়েছিলেন দ্রগবা। আইভরি কোস্টের তো বটে, আফ্রিকার ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় তারকা তিনি। চেলসির সোনালি সময়ের সারথি সাবেক এই স্ট্রাইকার। চেলসি ছাড়াও খেলেছেন মার্শেই, গ্যালাতাসারাইসহ বেশ কয়েকটি ক্লাবে।
তবে নিজের সেরা সময় কাটিয়েছেন স্টামফোর্ড ব্রিজে।
অবসরের পর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন দ্রগবা। ২০১৮ সালে আন্তর্জাতিক সংগঠন ‘পিস অ্যান্ড স্পোর্ট’-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। গত বছর আইভরি কোস্ট ফুটবল ফেডারেশনের (এফআইএফ) প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই পদে এখনো বসা হয়নি তাঁর।
সামনেও হয়তো আবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাই হয়তো এখন থেকে ক্ষমতায় যাওয়ার কলাকৌশল রপ্ত করছেন দ্রগবা। আজ কোথাও যাওয়ার পথে রবার্ট গ্রিনের ‘পাওয়ার’ বই হাতে সামাজিক মাধ্যমে নিজের এক ছবি পোস্ট করেছেন ৪৪ বছর বয়সী স্ট্রাইকার।
ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে সাহায্য চেয়েছেন দ্রগবা। অবশ্য এটা ভাবার প্রয়োজন নেই যে অন্য কোনো কারণে সাহায্য চেয়েছেন তিনি। মূলত ক্যাপশনে কী লিখবেন, সেই সাহায্যই চেয়েছেন দ্রগবা। আর এটাই যে তাঁর ক্যাপশন! বই হাতে পোস্ট করা ছবিটিতে এই কিংবদন্তি স্ট্রাইকার লিখেছেন, ‘দয়া করে সাহায্য করুন। আমি জানি না ক্যাপশন হিসেবে কী লিখতে হবে।’
সেই ক্যাপশনের পাশে একটি ইমোজিও বসিয়ে দিয়েছেন দ্রগবা। আইভরি কোস্ট কিংবদন্তির যে মজার ছেলে ক্যাপশনটি দেওয়া, সেটিই যেন বুঝিয়ে দিয়েছেন।
‘যুদ্ধ ও শত্রুতা ভুলে অস্ত্র তুলে রাখুন, ভোট হোক। আমরা আনন্দে বাঁচতে চাই। গোলাগুলি বন্ধ করুন’—২০০৫ সালে আইভরি কোস্টকে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট এনে দিয়ে যুদ্ধ থামাতে দেশবাসীর কাছে এই আহ্বান করেছিলেন দিদিয়ের দ্রগবা। আইভরিয়ানরা তাঁর কথা শুনেছিলেন। থেমে গিয়েছিল দেশটিতে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধ।
ফুটবলারের আহ্বানে যুদ্ধবিরতি ইতিহাসেরই বিরল ঘটনা। সেটি করে দেখিয়েছিলেন দ্রগবা। আইভরি কোস্টের তো বটে, আফ্রিকার ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় তারকা তিনি। চেলসির সোনালি সময়ের সারথি সাবেক এই স্ট্রাইকার। চেলসি ছাড়াও খেলেছেন মার্শেই, গ্যালাতাসারাইসহ বেশ কয়েকটি ক্লাবে।
তবে নিজের সেরা সময় কাটিয়েছেন স্টামফোর্ড ব্রিজে।
অবসরের পর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন দ্রগবা। ২০১৮ সালে আন্তর্জাতিক সংগঠন ‘পিস অ্যান্ড স্পোর্ট’-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। গত বছর আইভরি কোস্ট ফুটবল ফেডারেশনের (এফআইএফ) প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই পদে এখনো বসা হয়নি তাঁর।
সামনেও হয়তো আবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাই হয়তো এখন থেকে ক্ষমতায় যাওয়ার কলাকৌশল রপ্ত করছেন দ্রগবা। আজ কোথাও যাওয়ার পথে রবার্ট গ্রিনের ‘পাওয়ার’ বই হাতে সামাজিক মাধ্যমে নিজের এক ছবি পোস্ট করেছেন ৪৪ বছর বয়সী স্ট্রাইকার।
ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে সাহায্য চেয়েছেন দ্রগবা। অবশ্য এটা ভাবার প্রয়োজন নেই যে অন্য কোনো কারণে সাহায্য চেয়েছেন তিনি। মূলত ক্যাপশনে কী লিখবেন, সেই সাহায্যই চেয়েছেন দ্রগবা। আর এটাই যে তাঁর ক্যাপশন! বই হাতে পোস্ট করা ছবিটিতে এই কিংবদন্তি স্ট্রাইকার লিখেছেন, ‘দয়া করে সাহায্য করুন। আমি জানি না ক্যাপশন হিসেবে কী লিখতে হবে।’
সেই ক্যাপশনের পাশে একটি ইমোজিও বসিয়ে দিয়েছেন দ্রগবা। আইভরি কোস্ট কিংবদন্তির যে মজার ছেলে ক্যাপশনটি দেওয়া, সেটিই যেন বুঝিয়ে দিয়েছেন।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৪ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৬ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৪২ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে