Ajker Patrika

সাহায্য চাইলেন দিদিয়ের দ্রগবা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৩
সাহায্য চাইলেন দিদিয়ের দ্রগবা

‘যুদ্ধ ও শত্রুতা ভুলে অস্ত্র তুলে রাখুন, ভোট হোক। আমরা আনন্দে বাঁচতে চাই। গোলাগুলি বন্ধ করুন’—২০০৫ সালে আইভরি কোস্টকে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট এনে দিয়ে যুদ্ধ থামাতে দেশবাসীর কাছে এই আহ্বান করেছিলেন দিদিয়ের দ্রগবা। আইভরিয়ানরা তাঁর কথা শুনেছিলেন। থেমে গিয়েছিল দেশটিতে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধ।

ফুটবলারের আহ্বানে যুদ্ধবিরতি ইতিহাসেরই বিরল ঘটনা। সেটি করে দেখিয়েছিলেন দ্রগবা। আইভরি কোস্টের তো বটে, আফ্রিকার ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় তারকা তিনি। চেলসির সোনালি সময়ের সারথি সাবেক এই স্ট্রাইকার। চেলসি ছাড়াও খেলেছেন মার্শেই, গ্যালাতাসারাইসহ বেশ কয়েকটি ক্লাবে।

তবে নিজের সেরা সময় কাটিয়েছেন স্টামফোর্ড ব্রিজে।

অবসরের পর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন দ্রগবা। ২০১৮ সালে আন্তর্জাতিক সংগঠন ‘পিস অ্যান্ড স্পোর্ট’-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। গত বছর আইভরি কোস্ট ফুটবল ফেডারেশনের (এফআইএফ) প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই পদে এখনো বসা হয়নি তাঁর।

সামনেও হয়তো আবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাই হয়তো এখন থেকে ক্ষমতায় যাওয়ার কলাকৌশল রপ্ত করছেন দ্রগবা। আজ কোথাও যাওয়ার পথে রবার্ট গ্রিনের ‘পাওয়ার’ বই হাতে সামাজিক মাধ্যমে নিজের এক ছবি পোস্ট করেছেন ৪৪ বছর বয়সী স্ট্রাইকার।

ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে সাহায্য চেয়েছেন দ্রগবা। অবশ্য এটা ভাবার প্রয়োজন নেই যে অন্য কোনো কারণে সাহায্য চেয়েছেন তিনি। মূলত ক্যাপশনে কী লিখবেন, সেই সাহায্যই চেয়েছেন দ্রগবা। আর এটাই যে তাঁর ক্যাপশন! বই হাতে পোস্ট করা ছবিটিতে এই কিংবদন্তি স্ট্রাইকার লিখেছেন, ‘দয়া করে সাহায্য করুন। আমি জানি না ক্যাপশন হিসেবে কী লিখতে হবে।’

সেই ক্যাপশনের পাশে একটি ইমোজিও বসিয়ে দিয়েছেন দ্রগবা। আইভরি কোস্ট কিংবদন্তির যে মজার ছেলে ক্যাপশনটি দেওয়া, সেটিই যেন বুঝিয়ে দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত