Ajker Patrika

সিলভার কীর্তির রাতে দ্বিতীয় স্তরের দলের কাছেও হার চেলসির

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১২: ১৩
Thumbnail image

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে থিয়াগো সিলভা এখনো লড়ে যাচ্ছেন মাঠে। তরুণদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পথে অনেক কীর্তিও গড়ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গতকাল চেলসির হয়ে তেমনি এক কীর্তি গড়েছেন তিনি।

২০১৪ সালের পর লিগ কাপের সেমিফাইনালে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন সিলভা। ৩৯ বছর ১০৯ দিনের কীর্তি গড়েছেন তিনি। দ্বিতীয় লেগের দিন সময়টা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪০ বছর ৩৯ দিনে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি রয়েছে রায়ান গিগসের অধীনে। ২০১৪ সালে রেকর্ডটি গড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার। 

কীর্তির রাতটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি সিলভা। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল মিডলসবরোর কাছে চেলসি ১–০ গোলে হেরে যাওয়ায়। লিগ কাপে ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো নিচু স্তরের দলের কাছে হারল ব্লুজরা। সর্বশেষ হারটি ছিল হাডার্সফিল্ডের বিপক্ষে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের কাছে প্রথম হার। 

মৌসুম শুরুর পর সব মিলিয়ে ৩১তম হার দেখেছে চেলসি, যা ইংলিশ কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ হার। ৩২ হারে যৌথভাবে শীর্ষে আছে বোর্নমাউথ ও নটিংহাম ফরেস্ট। ২১ হারই প্রতিপক্ষের মাঠে, যা প্রতিপক্ষের মাঠে ইংলিশ ক্লাবের হয়ে সর্বোচ্চ। 

ম্যাচ হারার পর স্বাভাবিকভাবে হতাশ হলেও কোনো অজুহাত দেখাননি মরিসিও পচেত্তিনো। নিজেদের ভুলটাই স্বীকার করে নিয়েছেন চেলসি কোচ। তবে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে চান, ‘অবশ্যই আমরা হতাশ। আমরা কিছু ভুল করেছি এবং এর শাস্তি পেয়েছি। অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু করতে পারিনি। এটাই ফুটবল। তবে স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের হাতে আরও ৯০ মিনিট রয়েছে। আমাদের ইতিবাচক থাকতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত