অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হলেন বার্সেলোনার সমর্থকেরা। বিশেষ করে বার্সার ১৮ বছরের কম বয়সী সমর্থকদের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। ১৮ বছর পর যে ফের ইউরোপা লিগে ফিরল কাতালান পরাশক্তিরা। তবে গতকাল ন্যু ক্যাম্পে ম্যাচের আগে ইউরোপা লিগের সংগীত বেজে ওঠার বিষয়টা মানতে কষ্ট হচ্ছে অনেক সমর্থকের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
গত ডিসেম্বরে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার নিচে থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করে বার্সা, যার ফলে তাদের এখন খেলতে হচ্ছে ইউরোপায়। সাম্প্রতিক অতীতে ইউরোপের অন্যতম সফল দলটির এমন পতন সহ্য হচ্ছে না সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত বাজানোটা খুবই অদ্ভুত লাগছে।’
আরেকজন সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের রাত। এমন কিছু যতক্ষণ আপনার জীবনে ঘটছে না, ততক্ষণ খুব মজার বিষয় বলেই মনে হবে।’ আরেকজন কট্টর বার্সা সমর্থক লিখেছেন, ‘বিষয়টা মানতে পারছি না। ১০ বছর আগে দলটি ইউরোপের সেরা ছিল। আর এখন তারা ইউরোপা লিগে খেলছে।’
তবে কিছু সমর্থকের মতে, দল যেখানেই খেলুক তাঁরা সমর্থন দিয়ে যাবেন। একজন লিখেছেন, ‘আমার জন্য এটা কোনো ব্যাপার না। খেলোয়াড়দের এভাবে দাঁড়াতে দেখে এবং ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত শুনে আমার বেশ ভালো লাগছে।’
ইউরোপায় বার্সার নতুন এই ফেরাটা অবশ্য ভালো হয়নি। নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হলেন বার্সেলোনার সমর্থকেরা। বিশেষ করে বার্সার ১৮ বছরের কম বয়সী সমর্থকদের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। ১৮ বছর পর যে ফের ইউরোপা লিগে ফিরল কাতালান পরাশক্তিরা। তবে গতকাল ন্যু ক্যাম্পে ম্যাচের আগে ইউরোপা লিগের সংগীত বেজে ওঠার বিষয়টা মানতে কষ্ট হচ্ছে অনেক সমর্থকের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
গত ডিসেম্বরে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার নিচে থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করে বার্সা, যার ফলে তাদের এখন খেলতে হচ্ছে ইউরোপায়। সাম্প্রতিক অতীতে ইউরোপের অন্যতম সফল দলটির এমন পতন সহ্য হচ্ছে না সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত বাজানোটা খুবই অদ্ভুত লাগছে।’
আরেকজন সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের রাত। এমন কিছু যতক্ষণ আপনার জীবনে ঘটছে না, ততক্ষণ খুব মজার বিষয় বলেই মনে হবে।’ আরেকজন কট্টর বার্সা সমর্থক লিখেছেন, ‘বিষয়টা মানতে পারছি না। ১০ বছর আগে দলটি ইউরোপের সেরা ছিল। আর এখন তারা ইউরোপা লিগে খেলছে।’
তবে কিছু সমর্থকের মতে, দল যেখানেই খেলুক তাঁরা সমর্থন দিয়ে যাবেন। একজন লিখেছেন, ‘আমার জন্য এটা কোনো ব্যাপার না। খেলোয়াড়দের এভাবে দাঁড়াতে দেখে এবং ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত শুনে আমার বেশ ভালো লাগছে।’
ইউরোপায় বার্সার নতুন এই ফেরাটা অবশ্য ভালো হয়নি। নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
১০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে