চলতি বছরের এপ্রিলেই আল নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে গার্সিয়ার বেকারত্বের শেষ হচ্ছে। নাপোলির প্রধান কোচ হচ্ছেন গার্সিয়া।
নাপোলি ক্লাবের সভাপতি অরিলিও ডে লরেন্তিস গতকাল সামাজিক মাধ্যমে গার্সিয়ার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইতালির এই ক্লাবের সভাপতি টুইট করেছেন, ‘গত ১০ দিন তার সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জনাব রুডি গার্সিয়া হচ্ছেন নাপোলির নতুন কোচ। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার সফলতা চাইছি।’
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি আ জিতেছে নাপোলি, যা ছিল ক্লাবটির ৩৩ বছর পর সিরি আ জয়। দীর্ঘ সময় পর শিরোপা পেলেও নাপোলির কোচের দায়িত্ব দীর্ঘায়িত করতে চাননি। স্পালেত্তি বলেন, ‘কিছু সময় আমার বিশ্রামের দরকার। বেশ ক্লান্ত।’ ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পালেত্তির অধীনে নাপোলি খেলেছে ৯৬ ম্যাচ। জিতেছে ৬২ ম্যাচ, ড্র ১৬ ম্যাচ এবং হেরেছে ১৮ ম্যাচ।
স্পালেত্তির পর লুইস এনরিকে, হুলিয়ান নাগলসমান, জিয়ান পিয়েরো গ্যাসপারিনির কোচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবাইকে অবাক করে গার্সিয়া এখন নাপোলির কোচ। ফরাসি এই কোচের অধীনে আল নাসর ২৬ ম্যাচ খেলে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ হেরেছে। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিল।
চলতি বছরের এপ্রিলেই আল নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে গার্সিয়ার বেকারত্বের শেষ হচ্ছে। নাপোলির প্রধান কোচ হচ্ছেন গার্সিয়া।
নাপোলি ক্লাবের সভাপতি অরিলিও ডে লরেন্তিস গতকাল সামাজিক মাধ্যমে গার্সিয়ার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইতালির এই ক্লাবের সভাপতি টুইট করেছেন, ‘গত ১০ দিন তার সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জনাব রুডি গার্সিয়া হচ্ছেন নাপোলির নতুন কোচ। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার সফলতা চাইছি।’
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি আ জিতেছে নাপোলি, যা ছিল ক্লাবটির ৩৩ বছর পর সিরি আ জয়। দীর্ঘ সময় পর শিরোপা পেলেও নাপোলির কোচের দায়িত্ব দীর্ঘায়িত করতে চাননি। স্পালেত্তি বলেন, ‘কিছু সময় আমার বিশ্রামের দরকার। বেশ ক্লান্ত।’ ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পালেত্তির অধীনে নাপোলি খেলেছে ৯৬ ম্যাচ। জিতেছে ৬২ ম্যাচ, ড্র ১৬ ম্যাচ এবং হেরেছে ১৮ ম্যাচ।
স্পালেত্তির পর লুইস এনরিকে, হুলিয়ান নাগলসমান, জিয়ান পিয়েরো গ্যাসপারিনির কোচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবাইকে অবাক করে গার্সিয়া এখন নাপোলির কোচ। ফরাসি এই কোচের অধীনে আল নাসর ২৬ ম্যাচ খেলে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ হেরেছে। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিল।
ঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
৩৭ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি আজ রাতে দ্বিতীয় লেগে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি-আর্সেনাল দ্বিতীয় লেগের ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
২ ঘণ্টা আগে