চলতি বছরের এপ্রিলেই আল নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে গার্সিয়ার বেকারত্বের শেষ হচ্ছে। নাপোলির প্রধান কোচ হচ্ছেন গার্সিয়া।
নাপোলি ক্লাবের সভাপতি অরিলিও ডে লরেন্তিস গতকাল সামাজিক মাধ্যমে গার্সিয়ার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইতালির এই ক্লাবের সভাপতি টুইট করেছেন, ‘গত ১০ দিন তার সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জনাব রুডি গার্সিয়া হচ্ছেন নাপোলির নতুন কোচ। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার সফলতা চাইছি।’
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি আ জিতেছে নাপোলি, যা ছিল ক্লাবটির ৩৩ বছর পর সিরি আ জয়। দীর্ঘ সময় পর শিরোপা পেলেও নাপোলির কোচের দায়িত্ব দীর্ঘায়িত করতে চাননি। স্পালেত্তি বলেন, ‘কিছু সময় আমার বিশ্রামের দরকার। বেশ ক্লান্ত।’ ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পালেত্তির অধীনে নাপোলি খেলেছে ৯৬ ম্যাচ। জিতেছে ৬২ ম্যাচ, ড্র ১৬ ম্যাচ এবং হেরেছে ১৮ ম্যাচ।
স্পালেত্তির পর লুইস এনরিকে, হুলিয়ান নাগলসমান, জিয়ান পিয়েরো গ্যাসপারিনির কোচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবাইকে অবাক করে গার্সিয়া এখন নাপোলির কোচ। ফরাসি এই কোচের অধীনে আল নাসর ২৬ ম্যাচ খেলে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ হেরেছে। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিল।
চলতি বছরের এপ্রিলেই আল নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে গার্সিয়ার বেকারত্বের শেষ হচ্ছে। নাপোলির প্রধান কোচ হচ্ছেন গার্সিয়া।
নাপোলি ক্লাবের সভাপতি অরিলিও ডে লরেন্তিস গতকাল সামাজিক মাধ্যমে গার্সিয়ার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইতালির এই ক্লাবের সভাপতি টুইট করেছেন, ‘গত ১০ দিন তার সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জনাব রুডি গার্সিয়া হচ্ছেন নাপোলির নতুন কোচ। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার সফলতা চাইছি।’
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি আ জিতেছে নাপোলি, যা ছিল ক্লাবটির ৩৩ বছর পর সিরি আ জয়। দীর্ঘ সময় পর শিরোপা পেলেও নাপোলির কোচের দায়িত্ব দীর্ঘায়িত করতে চাননি। স্পালেত্তি বলেন, ‘কিছু সময় আমার বিশ্রামের দরকার। বেশ ক্লান্ত।’ ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পালেত্তির অধীনে নাপোলি খেলেছে ৯৬ ম্যাচ। জিতেছে ৬২ ম্যাচ, ড্র ১৬ ম্যাচ এবং হেরেছে ১৮ ম্যাচ।
স্পালেত্তির পর লুইস এনরিকে, হুলিয়ান নাগলসমান, জিয়ান পিয়েরো গ্যাসপারিনির কোচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবাইকে অবাক করে গার্সিয়া এখন নাপোলির কোচ। ফরাসি এই কোচের অধীনে আল নাসর ২৬ ম্যাচ খেলে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ হেরেছে। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিল।
রানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
২৩ মিনিট আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
২৭ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল।
৫ ঘণ্টা আগে