Ajker Patrika

ওয়ান লাভ আর্মব্যান্ড পড়বেন না কেন-বেলরা

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৯: ১৫
ওয়ান লাভ আর্মব্যান্ড পড়বেন না কেন-বেলরা

ওয়ান লাভ আর্মব্যান্ড ইস্যুতে শেষ পর্যন্ত পিছু হটল ইংল্যান্ড, ওয়েলসসহ ৯ ইউরোপিয়ান দেশ। ম্যাচ চলাকালীন আর্মব্যান্ড পড়বেন না হ্যারি কেন, গ্যারেথ বেলরা। খেলোয়াড়দের ঝামেলা থেকে বাঁচাতে এক যৌথ বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন। 

এবারে কাতার বিশ্বকাপের অন্যতম আলোচিত ইস্যু ছিল সমকামিতা নিষিদ্ধ। সেখানে সমকামিতাকে সমর্থন দিতে ইংল্যান্ড, ওয়েলস, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ডস-এই ৯ দেশের অধিনায়কেরা ওয়ান লাভ আর্মব্যান্ড পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফিফার থেকে জরিমানা, হলুদ কার্ড দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। ফিফার এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। যৌথ বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা জরিমানা দিতেও প্রস্তুত ছিলাম যেহেতু নিয়ম ভঙ্গের একটা ব্যাপার ছিল। তবে কারো রোষানলে পড়া বা মাঠ ছাড়ার মতো ঘটনায় যেন আমাদের খেলোয়াড়দের না পড়তে হয়, সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।’ 

কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। আর আজ তিনটি ভিন্ন ম্যাচে মাঠে নামবেন কেন, বেল, ভার্জিল ফন ডাইকরা। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে ইংল্যান্ড-ইরান। আল-থুমামা স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে নামবে নেদারল্যান্ডস। আর আল-রাইয়ান স্টেডিয়ামে ওয়েলস খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত