Ajker Patrika

১১ ম্যাচের নিষেধাজ্ঞা আর্জেন্টাইন গোলরক্ষকের

১১ ম্যাচের নিষেধাজ্ঞা আর্জেন্টাইন গোলরক্ষকের

নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন নাহুয়েল গুজমান। কিন্তু ক্ষমা চেয়েও পার পেলেন না আর্জেন্টাইন গোলরক্ষক। নিজের অপরাধের শাস্তি হিসেবে তাই ১১ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মেক্সিকান লিগের ক্লাব টাইগ্রেসের গোলরক্ষক। 

এক বিজ্ঞপ্তি দিয়ে গতকাল শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)। বিবৃতি লিখেছে, ‘ম্যাচে অখেলোয়াড়ি আচরণ করায় টাইগ্রেসের খেলোয়াড় গুজমানকে ১১ ম্যাচ নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করা হয়েছে।’ ক্লাব টাইগ্রেস অবশ্য জানিয়েছে, এর বিরুদ্ধে আপিল করবে তারা। 

গুজমান যে অপরাধের জন্য শাস্তি পেয়েছেন তা হলো—লিগা এমএতে নিজেদের সবশেষ ম্যাচে প্রতিপক্ষ মন্টেরির গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা এবং তাঁর সতীর্থদের দিকে লেজার মারেন তিনি। গত ১৪ এপ্রিলের ম্যাচটিতে টাইগ্রেসের গোলবারের নিচে ছিলেন না গুজমান। চোটের কারণে তাঁকে বেঞ্চে থাকতে হয়েছে। নিজেদের স্ট্যান্ড থেকে সতীর্থদের সমর্থন দেওয়ার এক ফাঁকেই সেদিন প্রতিপক্ষের খেলোয়াড়দের বিরক্ত করেন ৩৮ বছর বয়সী গোলরক্ষক। সেদিন দুই দলের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। 

গুজমানের এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পরে ক্ষমা চান আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৬ ম্যাচ খেলা এই গোলরক্ষক। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত লিওনেল মেসিদের সঙ্গে এই ম্যাচগুলো খেলেন তিনি। সেদিন তাঁর এমন কাণ্ডে বিরক্ত হয়ে একটা পর্যায়ে গুজমানকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন মন্টেরির গোলরক্ষক আন্দ্রাদা। সেই মন্তব্যের জন্য তিনিও শাস্তি পেয়েছেন। তিনি অবশ্য শুধু জরিমানাতেই পার পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত