পরিযায়ী পাখিরা শীতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সাইবেরিয়াসহ বিভিন্ন শীতল এলাকা থেকে বাংলাদেশসহ বিভিন্ন উষ্ণ এলাকায় হাজির হয়। যদি বলি এ ধরনের একটি অভ্যাস আছে এক ধরনের প্রজাপতিদেরও তাহলে নিশ্চয় অবাক হবেন। কিন্তু ঠিক এ কাজটাই করে মোনার্ক প্রজাপতিরা।
জীবনের প্রতিটি দিন ছবি আঁকার মতোই নিজেকে ফ্যাশনেবল রাখা ছিল ফ্রিদা কাহলোর কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা তাঁর পোশাক ও অলংকার ব্যবহারের ধরন দেখেই বোঝা যায়। মেক্সিকান এই চিত্রশিল্পী নাকি ঘণ্টার পর ঘণ্টা আয়না দেখতে ভালোবাসতেন।