Ajker Patrika

রুনি-কোলের পাশে রাশফোর্ড

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১২: ০৮
রুনি-কোলের পাশে রাশফোর্ড

লিগে টানা তিন ম্যাচ জয় না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে জয় পেয়েছে। গতকাল জয় পাওয়া ম্যাচে জয়সূচক গোলটি করেছেন মার্কাস রাশফোর্ড। এই মৌসুমে ইংল্যান্ড তারকার গোল মানেই রেড ডেভিলসদের জয় প্রায় নিশ্চিত।

গতকাল নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেড। এতে করে লিগে টানা তিন ম্যাচ পর ৩ পয়েন্ট পেল দল। দলকে ৩ পয়েন্ট এনে দেওয়া রাশফোর্ড দুটি মাইলফলক ছুঁয়েছেন। কালকের গোলে ক্লাবের দুই পূর্বসূরি ওয়েইন রুনি ও অ্যান্ডি কোলের পাশে বসেছেন তিনি।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে দলের জয় নিশ্চিত হওয়ার পর এই মৌসুমে ম্যান ইউনাইটেডের সর্বোচ্চ ম্যাচ জয়ী গোল রাশফোর্ডের। এখন পর্যন্ত এক মৌসুমে ১০টি জয়ী গোল করেছেন তিনি। দলের হয়ে আর কেউ তাঁর চেয়ে বেশি গোল করতে পারেননি। শুধু এবারই নয়, ২০০৯-১০ মৌসুমের পর তাঁর গোলই সর্বোচ্চ। সেই মৌসুমে সমান ১০ গোল করেছিলেন দলের কিংবদন্তি রুনি। এখনো ৯ ম্যাচ বাকি থাকায় আর তাঁর দুর্দান্ত ফর্ম বলছে, খুব শিগগির ক্লাব ও জাতীয় দলের সাবেক তারকাকে ছাড়িয়ে যাবেন তিনি।

অন্যদিকে কালকের জয়সূচক গোলে কোলের গোলের সংখ্যাকে ছুঁয়েছেন রাশফোর্ড। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব মিলিয়ে দুজনের গোল ১২১টি। গোলের সংখ্যা সমান হলেও পূর্বসূরির পাশে বসতে বেশি ম্যাচ খেলেছেন দলের বর্তমান তারকা। কোলের ২৭৫ ম্যাচের বিপরীতে ৩৪৮টি খেলেছেন রাশফোর্ড। রুনির মতো সাবেক এই তারকাকেও ছাড়িয়ে যাবেন তা আর না বললেও চলে। দলের সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে ১১ নম্বরে আছেন তাঁরা। ২৫৩ গোলে সরার শীর্ষে রুনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত