সংবাদ সম্মেলনটা ঠিকভাবে শেষও করতে পারলেন না আরবি লাইপজিগ কোচ ডোমিনিকো তোদেস্কো। কোচকে বেকায়দা অবস্থায় পাওয়ার অপেক্ষাতেই যেন ছিলেন লাইপজিগ ফুটবলাররা। পেছন থেকে হঠাৎ আক্রমণে গ্লাস ভর্তি বিয়ার ঢাললেন কোচের গায়ে। বিরক্ত হবেন কী, শিষ্যদের এমন কাণ্ডে হেসেই খুন ইতালিয়ান কোচ।
তোদেস্কোর এখন অবশ্য সবই ভালো লাগার কথা। তিন বছর আগে জার্মান ক্লাব শালকে জিরো ফোর থেকে ছাঁটাই হয়েছিলেন। মাত্র দুই বছরের জন্য কোচ হয়েছেন লাইপজিগের। প্রথম মৌসুমেই এনেছেন সাফল্য। ৩৬ বছর বয়সী কোচের হাত ধরে ১০ জনের দল নিয়েও গতকাল নিজেদের প্রথম শিরোপা জিতেছে জার্মান ফুটবলে চমক জাগানো লাইপজিগ।
ডিএফবি-পোকাল বা জার্মান কাপ ফাইনালে গতকাল রাতে ফ্রেইবুর্গের মুখোমুখি হয়েছিল লাইপজিগ। ১৯ মিনিটে পিছিয়ে পড়ার পর ৫৭ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে তোদেস্কোর দল। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে লাইপজিগ। ৭৬ মিনিটে হেডে সমতা ফেরান বুন্দেসলিগার গত মৌসুমের সেরা খেলোয়াড় ক্রিস্টোফার এনকুনকু। ম্যাচ গড়ায় টাইব্রেকে। ১০ জনের দল নিয়েই টাইব্রেকে ৪-২ ব্যবধানে নিজেদের প্রথম শিরোপা জিতেছে লাইপজিগ। এর আগে ২০১৯ ও ২০২১ সালেও জার্মান কাপের ফাইনালে উঠেছিল লাইপজিগ।
লাইপজিগের ১৩ বছরের ইতিহাসে প্রথম কোচ হিসেবে শিরোপা জিতেছেন তোদেস্কো। দলকে তুলেছেন আগামী বছরের চ্যাম্পিয়নস লিগেও। মাত্র ৩৬ বছর বয়সী কোচের সঙ্গে ফুটবলারদের সম্পর্ক যে বন্ধুর মতো সেটাই দেখা গেল সংবাদ সম্মেলনে। জার্মান ঐতিহ্য মেনে বিয়ারের বর্ষায় স্নাত হলেন তোদেস্কো।
সংবাদ সম্মেলনটা ঠিকভাবে শেষও করতে পারলেন না আরবি লাইপজিগ কোচ ডোমিনিকো তোদেস্কো। কোচকে বেকায়দা অবস্থায় পাওয়ার অপেক্ষাতেই যেন ছিলেন লাইপজিগ ফুটবলাররা। পেছন থেকে হঠাৎ আক্রমণে গ্লাস ভর্তি বিয়ার ঢাললেন কোচের গায়ে। বিরক্ত হবেন কী, শিষ্যদের এমন কাণ্ডে হেসেই খুন ইতালিয়ান কোচ।
তোদেস্কোর এখন অবশ্য সবই ভালো লাগার কথা। তিন বছর আগে জার্মান ক্লাব শালকে জিরো ফোর থেকে ছাঁটাই হয়েছিলেন। মাত্র দুই বছরের জন্য কোচ হয়েছেন লাইপজিগের। প্রথম মৌসুমেই এনেছেন সাফল্য। ৩৬ বছর বয়সী কোচের হাত ধরে ১০ জনের দল নিয়েও গতকাল নিজেদের প্রথম শিরোপা জিতেছে জার্মান ফুটবলে চমক জাগানো লাইপজিগ।
ডিএফবি-পোকাল বা জার্মান কাপ ফাইনালে গতকাল রাতে ফ্রেইবুর্গের মুখোমুখি হয়েছিল লাইপজিগ। ১৯ মিনিটে পিছিয়ে পড়ার পর ৫৭ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে তোদেস্কোর দল। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে লাইপজিগ। ৭৬ মিনিটে হেডে সমতা ফেরান বুন্দেসলিগার গত মৌসুমের সেরা খেলোয়াড় ক্রিস্টোফার এনকুনকু। ম্যাচ গড়ায় টাইব্রেকে। ১০ জনের দল নিয়েই টাইব্রেকে ৪-২ ব্যবধানে নিজেদের প্রথম শিরোপা জিতেছে লাইপজিগ। এর আগে ২০১৯ ও ২০২১ সালেও জার্মান কাপের ফাইনালে উঠেছিল লাইপজিগ।
লাইপজিগের ১৩ বছরের ইতিহাসে প্রথম কোচ হিসেবে শিরোপা জিতেছেন তোদেস্কো। দলকে তুলেছেন আগামী বছরের চ্যাম্পিয়নস লিগেও। মাত্র ৩৬ বছর বয়সী কোচের সঙ্গে ফুটবলারদের সম্পর্ক যে বন্ধুর মতো সেটাই দেখা গেল সংবাদ সম্মেলনে। জার্মান ঐতিহ্য মেনে বিয়ারের বর্ষায় স্নাত হলেন তোদেস্কো।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
৫ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৬ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৬ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৭ ঘণ্টা আগে