শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েছে এবারের বুন্দেসলিগা। বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে জমে উঠেছিল ইঁদুর বিড়াল খেলা। শিরোপার লড়াইয়ের সমীকরণ হয়ে গিয়েছিল বেশ জটিল। শেষ পর্যন্ত সমীকরণের মারপ্যাঁচে জিতে বুন্দেসলিগার টানা ১১ শিরোপা ঘরে তুলল তারা। অন্যদিকে কাছাকাছি এসেও ডর্টমুন্ডের শিরোপা জয়ের আক্ষেপ বাড়ল।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার শেষ দিন ছিল আজ। আজকের ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটো দলই যার যার নিজেদের খেলায় ড্র করতো, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্র তে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়।
কোলনের বিপক্ষে খুব দ্রুতই এগিয়ে যায় বায়ার্ন। ৮ মিনিটে লিরয় সানের অ্যাসিস্টে গোল করেন কিংসলে কোমান। অন্যদিকে সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মেইঞ্জ। ১৫ ও ২৪ মিনিটে গোল দুটি করেন আন্দ্রেস হানছে ওলসেন ও করিম ওনিসিও। ৮০ মিনিট পর্যন্ত শিরোপা বলতে গেলে বায়ার্নের হাতেই ছিল। ঠিক তার পরের মিনিট সমীকরণ পাল্টে যাওয়া শুরু করে। ৮১ মিনিটে পেনাল্টি থেকে কোলনের গোল করেন দেয়ান জুবিসিচ। তখন আবার শিরোপার লড়াইয়ে এগিয়ে যায় ডর্টমুন্ড।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন কে হবে, তা দুলতে থাকে পেন্ডুলামের মতো। এরপর ৮৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন জামাল মুসিয়ালা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা ১১ মৌসুম বুন্দেসলিগা জেতে বায়ার্ন। আর মেইঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করে ডর্টমুন্ড। ১১ বছর পর শিরোপার কাছাকাছি এসেও আক্ষেপে পুড়তে হয়েছে ডর্টমুন্ডকে। সর্বশেষ ২০১১-১২ মৌসুমে বুন্দেসলিগা জিতেছিল তারা।
শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েছে এবারের বুন্দেসলিগা। বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে জমে উঠেছিল ইঁদুর বিড়াল খেলা। শিরোপার লড়াইয়ের সমীকরণ হয়ে গিয়েছিল বেশ জটিল। শেষ পর্যন্ত সমীকরণের মারপ্যাঁচে জিতে বুন্দেসলিগার টানা ১১ শিরোপা ঘরে তুলল তারা। অন্যদিকে কাছাকাছি এসেও ডর্টমুন্ডের শিরোপা জয়ের আক্ষেপ বাড়ল।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার শেষ দিন ছিল আজ। আজকের ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটো দলই যার যার নিজেদের খেলায় ড্র করতো, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্র তে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়।
কোলনের বিপক্ষে খুব দ্রুতই এগিয়ে যায় বায়ার্ন। ৮ মিনিটে লিরয় সানের অ্যাসিস্টে গোল করেন কিংসলে কোমান। অন্যদিকে সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মেইঞ্জ। ১৫ ও ২৪ মিনিটে গোল দুটি করেন আন্দ্রেস হানছে ওলসেন ও করিম ওনিসিও। ৮০ মিনিট পর্যন্ত শিরোপা বলতে গেলে বায়ার্নের হাতেই ছিল। ঠিক তার পরের মিনিট সমীকরণ পাল্টে যাওয়া শুরু করে। ৮১ মিনিটে পেনাল্টি থেকে কোলনের গোল করেন দেয়ান জুবিসিচ। তখন আবার শিরোপার লড়াইয়ে এগিয়ে যায় ডর্টমুন্ড।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন কে হবে, তা দুলতে থাকে পেন্ডুলামের মতো। এরপর ৮৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন জামাল মুসিয়ালা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা ১১ মৌসুম বুন্দেসলিগা জেতে বায়ার্ন। আর মেইঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করে ডর্টমুন্ড। ১১ বছর পর শিরোপার কাছাকাছি এসেও আক্ষেপে পুড়তে হয়েছে ডর্টমুন্ডকে। সর্বশেষ ২০১১-১২ মৌসুমে বুন্দেসলিগা জিতেছিল তারা।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে