Ajker Patrika

বার্সাকে সাফল্য এনে দিতে সব করতে রাজি

বার্সাকে সাফল্য এনে দিতে সব করতে রাজি

অবশেষে বার্সেলোনার কোচের দায়িত্বে বুঝে নিয়েছেন জাভি হার্নান্দেজ। আজ কাতালান ক্লাবটির ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে জাভির সঙ্গে চুক্তি সম্পূর্ণ করে বার্সা। 

রোনাল্ড কোমানের টানা ব্যর্থতায় কোচ হিসেবে জাভির নামটাই সবচেয়ে বেশি শোনা গেছে। কোচ হিসেবে তাঁকে পেতে আগ্রহী ছিলেন ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তাও। বার কয়েক প্রস্তাব ফিরিয়ে দিলেও ক্লাবের এই দুঃসময়ে এবার আর না করতে পারেননি জাভি। কাতারের ক্লাব আল সাদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে এবার ঘরে ফিরলেন তিনি। ২০১৯ সালে ক্লাবটির কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন তিনি। 

নিজের খেলোয়াড়ি জীবনে সাফল্যে কোচ হিসেবে ফেরাতে চান জাভি। বলেছেন, ‘ক্লাবকে সোনালি দিনে ফিরিয়ে আনতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সাফল্যের জন্য আমি সবকিছুই দেব’। বার্সাকে বিশ্বের সেরা ক্লাব উল্লেখ করে জাভি আরও জানান, ‘আমাদের প্রতিটি দিন কাজ করতে হবে। আমরা বার্সেলোনা, বিশ্বের সেরা ক্লাব। বড় ফল পাওয়ার একমাত্র উপায়, আমরা ভালো ফুটবল খেলতে চাই। যদি তারা আমাকে পেপ গার্দিওয়ালার সঙ্গে তুলনা করে, তাহলে সেটা পজিটিভের থেকেও বেশি কিছু। পেপ বিশ্বের সেরা কোচ।’ 

কোচ হিসেবে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে চান জাভি। বলেছেন, ‘আপনারা জানেন, আমি খেলোয়াড়দের কাছে অনেক কিছু চাইব। একই সঙ্গে তাদের আমি সহায়তাও করব। আগে থেকেই কিছু খেলোয়াড় (বুসকেটস, পিকে, আলবা, রবার্তো) সম্পর্কে জানা থাকায় এটা আমার জন্য সুবিধা। আমি জানি, কখন তাদের পুশ করতে হবে এবং তাদের দুর্বল পয়েন্টগুলো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত