Ajker Patrika

হারের রাতে দর্শকদের অপমান হজম করলেন আর্জেন্টাইন ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দুয়োধ্বনি দেওয়া হয়েছে গত রাতে। ছবি: এএফপি
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দুয়োধ্বনি দেওয়া হয়েছে গত রাতে। ছবি: এএফপি

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর থেকেই এমিলিয়ানো মার্তিনেজ ফ্রান্সের ভক্ত-সমর্থকদের চক্ষুশূল। তাঁকে খোঁচা দিতেই যেন বেশি পছন্দ করেন ফরাসিরা। পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে গত রাতে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষককে দুয়োধ্বনি দিয়েছেন দর্শকেরা।

ঘরের মাঠে গত রাতে পিএসজি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। মার্তিনেজ অ্যাস্টন ভিলার গোলরক্ষক হিসেবে খেলেছেন। বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, ম্যাচের আগে মার্তিনেজ ওয়ার্মআপ করতে মাঠে নামতেই স্টেডিয়ামের অটাইল সেকশন থেকে দুয়োধ্বনি দেওয়া শুরু হয়। দর্শকদের অনেকে শিষও দিয়েছেন। কিছু গালিগালাজও শোনা গেছে।

আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক মার্তিনেজকে বাজেভাবে বরণের রাতে হেরেছে অ্যাস্টন ভিলাও। ৩-১ গোলে জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা। ৩৫ মিনিটে গোল করেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মরগান রজার্স। ৩৯ মিনিটে ডিজাইর ডুয়ের গোলে সমতায় ফেরে পিএসজি।

প্রথমার্ধ ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলার বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছে পিএসজি। ৪৯ মিনিটে খিচা কাভারেইস্কা গোল করে এগিয়ে নেন পিএসজিকে। প্যারিসিয়ানদের তৃতীয় গোলটা হয়েছে একেবারে শেষভাগে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেন নুনো মেন্দেস। ৩-১ গোলে পিছিয়ে থেকে অ্যাস্টন ভিলা দ্বিতীয় লেগ ১৫ এপ্রিল খেলবে পিএসজির বিপক্ষে। অ্যাস্টন ভিলা-পিএসজি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হবে ভিলা পার্কে।

২০২২-এর ১৮ ডিসেম্বর ধ্রুপদী আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের প্রথমার্ধ ড্র হয় ৩-৩ গোলে। টাইব্রেকারে মার্তিনেজের নৈপুণ্যে আর্জেন্টিনা হয়েছে চ্যাম্পিয়ন। তাতে দীর্ঘ ৩৬ বছর পর আলবিসেলেস্তের বিশ্বকাপের খরা কেটেছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলরক্ষক ‘চীনের মহাপ্রাচীরের’ মতো আগলে রেখেছেন বলে পেয়েছেন গোল্ডেন গ্লাভস পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত